বিনোদন ডেস্ক : কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পাল্টা জবাবে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার পরপরই বলিউডে শুরু হয় তার ওপর ভিত্তি করে সিনেমা বানানোর তোড়জোড়। অভিযানের মাত্র দুই দিনের মাথায় একটি প্রযোজনা সংস্থা পোস্টার প্রকাশ করায় শুরু হয় ব্যাপক সমালোচনা। শেষমেশ বিতর্কের মুখে ক্ষমা চাইলেন নির্মাতা উত্তম মাহেশ্বরী।
ইন্ডিয়া টুডে জানায়, বৃহস্পতিবার পর্যন্ত ‘অপারেশন সিঁদুর’ শিরোনামে অন্তত ১৫টি সিনেমা নাম নিবন্ধন করেছে বলিউডের বিভিন্ন প্রযোজনা সংস্থা। এর মধ্যেই নিকি ভিকি ভাগনানি ফিল্মস ও দ্য কনটেন্ট ইঞ্জিনিয়ারস নামে দুই প্রযোজনা সংস্থা দ্রুত সিনেমা নির্মাণের ঘোষণা দেয় এবং একটি পোস্টার প্রকাশ করে। ছবির পরিচালনায় ছিলেন উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্তা।
পোস্টার প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। যুদ্ধকালীন বাস্তবতা ও প্রাণহানির আবহে ‘বাণিজ্যিক সিনেমা ঘোষণাকে’ অনেকেই অমানবিক ও অপ্রয়োজনীয় বলে আখ্যায়িত করেন।
সমালোচনার মুখে পরিচালক উত্তম মাহেশ্বরী বলেন, ‘ভারতীয় সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক বীরত্বের নিদর্শনে অনুপ্রাণিত হয়ে “অপারেশন সিঁদুর”–এর ওপর ভিত্তি করে একটি সিনেমার ঘোষণা করেছিলাম। তবে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারও অনুভূতিতে আঘাত করা বা কাউকে উসকে দেওয়ার অভিপ্রায় আমার ছিল না। দেশের প্রতি শ্রদ্ধা জানাতেই সিনেমার ঘোষণা দিই, যশ-খ্যাতি অর্জনের জন্য নয় কিংবা টাকা কামানোর জন্য নয়। তবে এমন সংবেদনশীল সময়ে হয়তো আমার পোস্টার কারও কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এর জন্য আমি গভীরভাবে দুঃখিত। ক্ষমা চাইছি।’
বিতর্কের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সিনেমার পোস্টার সরিয়ে নেওয়া হয়েছে।
প্রেক্ষাপট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সিনেমা নির্মাণের আগ্রহ বলিউডে নতুন নয়। তবে এবারের দ্রুত পদক্ষেপ ঘিরে সমালোচকরা বলছেন, সেনা অভিযান নিয়ে তাৎক্ষণিকভাবে সিনেমা বানানো না শুধু অসময়োচিত, বরং দেশের সংবেদনশীলতাকেও আঘাত করে।
এই ঘটনার পর আপাতত নির্মাতারা পেছনের সারিতে সরে গেলেও, সিনেমাটি আদৌ নির্মিত হবে কি না বা অন্য সংস্থাগুলো এ বিষয়ে কী অবস্থান নেবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।