আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সম্বোধনে ‘তুই-তুমি-আপনি’ ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে চলছে বিতর্ক। পাঁচ-ছয় দিন ধরে এ নিয়ে কথা বলছেন টুইটার ব্যবহারকারীরা।
সপ্তাহের শুরুর দিকে এই বিতর্ক শুরু করেন প্রতিভা নামে এক তরুণী। তিনি দিল্লির বাসিন্দা। এক পোস্টে তিনি লিখেন, ‘‘অপরিচিত একজনকে হঠাৎ করে ‘তুই’ সম্বোধন করাটা একধরনের রুঢ়তা ও অভদ্রতা।’’
তিনি আরও লিখেন, ‘মুম্বাইয়ের বাসিন্দাদের সঙ্গে কখনোই হিন্দিতে কথা বলতে যাবেন না। ওই ব্যক্তি হয়তো আপনাকে চেনেনই না, কিন্তু নির্দ্বিধায় আপনাকে তুই বলে সম্বোধন করে ফেলবেন। অগ্রহণযোগ্য আচরণ।’
সম্বোধন নিয়ে তার এই পোস্ট ভাইরাল হয়েছে। ১০ লাখেরও বেশি মানুষ পোস্টটি দেখেছেন। মন্তব্য করেছেন এখন পর্যন্ত হাজারের বেশি মানুষ।
ভারতে ৪৬ শতাংশ মানুষের প্রধান ভাষা হিন্দি। তবে উত্তর ভারতের বাইরে হিন্দির ব্যবহার সীমিত। হিন্দি ভাষার আবার একাধিক উপভাষা রয়েছে। অঞ্চল ভেদে শব্দের প্রয়োগ বদলে যায়।
‘বোম্বাইয়া হিন্দি’ অর্থাৎ মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরের আদি বাসিন্দাদের হিন্দিতে ‘তু’ বা ‘তুই’ শব্দটির ব্যবহার খুবই প্রচলিত। এর অন্যতম কারণ- মারাঠি ভাষার প্রভাব। মারাঠি ভাষায়ও ‘তু’ শব্দটি রয়েছে এবং যে কারো ক্ষেত্রেই শব্দটির প্রয়োগকে অশোভন বলে মনে করা হয় না। কিন্তু উত্তর ভারতের বিভিন্ন জায়গায় হঠাৎ করে অপরিচিত বা কম পরিচিত কাউকে ‘তু’ (তুই) বলে সম্মোধন করা অশোভন, অভদ্রতা বলে বিবেচিত হয়। সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।