বিনোদন ডেস্ক : হায়দরাবাদে বিলাসবহুল বাড়ি থেকে একাধিক দামী গাড়ি, নিজস্ব পোশাকের ব্র্যান্ড- কিং সাইজ লাইভ লিড করেন বিজয় দেবেরাকোন্ডা। ভারতীয় বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। দেশের হার্টথ্রব অভিনেতা হিসেবেও খ্যাত তিনি।
‘অর্জুন রেড্ডির’ বিরাট সাফল্যই বিজয়কে সফলতার চূড়ায় নিয়ে যায়। ২০১১ সালে রবি বাবুর রোমান্টিক কমেডি ‘নুভভিলা’ দিয়ে বিজয় অভিনয়ে আত্মপ্রকাশ করেন। বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত বিজয়। হায়দরাবাদের ‘ট্যাক্সিওয়ালা’ অভিনেতার পাঁচটি সবচেয়ে বিলাসবহুল জিনিসে নজর দেওয়া যাক।
হায়দরাবাদের জুবলি হিল এরিয়ায় ১৫ কোটি টাকা মূল্যের বিলাসবহুল বাড়ি রয়েছে বিজয় দেবেরাকোন্ডার। পরিবারের সঙ্গে হায়দরাবাদের এই বাড়িতে থাকেন অভিনেতা। রিপোর্ট বলছে, বিজয় বাংলোটি কিনেছিলেন ৫০ লক্ষ টাকায়। এখন তার দাম ১৫ কোটি টাকা।
বিজয়ের গ্যারাজে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। ৬৯ লাখের BMW ৫ সিরিজের এই গাড়ি সেগুলির মধ্যে অন্যতম। বিজয়ের বিলাসবহুল গাড়ির কালেকশনে রয়েছে ৭৬ লক্ষ টাকার ফোর্ড মুস্টান।
বিজয় দেবেরাকোন্ডা ২০১৮ সালে তার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড, রাউডি ক্লাব চালু করেছিলেন। তিনি প্রথম টলিউড অভিনেতা যিনি নিজস্ব পোশাকের লাইন চালু করেছিলেন। বিজয়ের পোশাকের ব্র্যান্ডের নিজস্ব অ্যাপ রয়েছে, ইউজার সংখ্যা ১০ লক্ষের বেশি।
নিজস্ব প্রাইভেট জেট রয়েছে বিজয়ের। পরিবারের সঙ্গে তিরুপতি ভ্রমণে গিয়ে ছবিও দিয়েছিলেন তিনি। প্রায়শই গুচির লেদারের জুতো পরতে দেখা যায় বিজয়কে। এই একজোড়া জুতোর দাম ৪৫ লক্ষ টাকা।
বিয়ের আগে একাধিক প্রেম কারিনার, একজনের জন্য তো হাতের শিরা পর্যন্তও কেটেছিলেন
শীঘ্রই বলিউডে ডেবিউ করবেন বিজয়। সৌজন্যে করণ জোহরের ধর্মা প্রযোজনায় ‘লাইগার’। বিপরীতে রয়েছেন অনন্যা পাণ্ডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।