বিনোদন ডেস্ক : ছক ভাঙতে বরাবরই ভালোবাসেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। নিজের বিলাসবহুল গাড়ি ছেড়ে মুম্বাইয়ের মেট্রোতে চেপে ঘুরলেন এই অভিনেতা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তাকে চিনতেই পারল না কেউ! সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেই ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের মেট্রোতে বসে আছেন অক্ষয়।
কালো রঙের সোয়েটার, প্যান্ট পরে ছিলেন তিনি। মাস্কে মুখ ঢেকে রেখেছিলেন নায়ক, মাথায় ছিল টুপি। পাশে দাঁড়ানো যুবকরাও ঘুণাক্ষরে টের পায়নি, সামনে বসা ব্যক্তি যে আদতে বলিউড সুপারস্টার। তার পাশেই বসেছিলেন প্রযোজক-পরিচালক দীনেশ বিজন।
অক্ষয় এই প্রথম মেট্রোয় উঠলেন এমনটা নয়। এর আগেও ইমরান হাশমির সঙ্গে ‘সেলফি’ ছবির প্রচারে মেট্রো রাইড নিয়েছিলেন অক্ষয়। ভোর ভোর ডিএন নগর স্টেশন থেকে মেট্রোতে চেপেছিলেন তারা। এদিন অক্ষয়কে চিনে উঠতে বেশ বেগ পেতে হয় অনুরাগীদের।
তবে সময় লাগলেও অক্ষয়ের ভিডিও ক্যামেরাবন্দি করতে ভোলেননি অতিউৎসাহী জনগণ।
দূর থেকেই কয়েক সেকেন্ডের জন্য অক্ষয়কে ফ্রেমবন্দি করেন এক ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা সেই ভিডিও এখন ভাইরাল। মুম্বাইয়ের রাস্তায় অসম্ভব যানজট। তাই ট্র্যাফিক এড়াতেই মেট্রো বা অটোর সহায় হন অনেকেই।
যদিও অক্ষয় অবশ্য নিজের মুখে জানাননি তার মেট্রো সফরের কারণ। কিন্তু তার প্রশংসায় পঞ্চমুখ সবাই।
একজন লিখেছেন, ‘অক্ষয়ের মতো মাটির মানুষ হয় না, দুর্দান্ত উদ্যোগ।’ অনেকেই কোটি কোটি টাকার মালিক অক্ষয়ের এমন সাধারণ জীবনযাপনে আগ্রহী হওয়ায় প্রশংসা করেন।
অসাধারণ মাইলেজের সঙ্গে দুর্দান্ত ফিচার, মাত্র ৫.৫ লাখ টাকায় বাড়ি আনুন এই গাড়ি
অক্ষয়ের আগামী ছবি ‘স্কাইফোর্স’-এর প্রযোজক দীনেশ বিজন। ধারণা করা হচ্ছে, এখন থেকেই ছবির প্রচারণা শুরু করে দিলেন অক্ষয়। বক্স অফিসে অক্ষয়ের শেষ রিলিজ ছিল ‘মিশন রানিগঞ্জ’। খুব বেশি সাড়া ফেলেনি এই ছবি। তবে নতুন বছরে অক্ষয়ের হাতে রয়েছে একগুচ্ছ বিগ বাজেট প্রজেক্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।