করোনায় আক্রান্ত কার্তিক-আদিত্য

কার্তিক আরিয়ান-আদিত্য রায় কাপুর

বিনোদন ডেস্ক : বক্স অফিসে দারুণ ব্যবসা করছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া ২’। এমন খবরের মধ্যেই আবারো করোনা আক্রান্ত কার্তিক। শনিবার (০৪ জুন) সামাজিকমাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে নিজের করোনা পজিটিভ হওয়ার কথা জানান কার্তিক। এ নিয়ে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন বলিউডের এই তরুণ অভিনেতা।

কার্তিক আরিয়ান-আদিত্য রায় কাপুর

এদিন করজোরে একটি ছবি পোস্ট করে কার্তিক লেখেন, ‘সব কিছুই খুব পজিটিভ ভাবে কাটছিল, তাই করোনাও আর থাকতে পারল না। ’

গত কয়েক সপ্তাহ ধরেই ‘ভুলভুলাইয়া ২’-এর প্রচারে ব্যস্ত ছিলেন কার্তিক। দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে গিয়ে এই সিনেমার প্রচার করেছেন তিনি।

এদিকে কার্তিকের পাশাপাশি শনিবার করোনায় আক্রান্ত হয়েছেন আরেক অভিনেতা আদিত্য রায় কাপুর। সামনেই মুক্তি পাওয়ার কথা ছিল তার আসন্ন সিনেমা ‘ওম: দ্য ব্যালেট উইথইন’-এর ট্রেলার। এর জন্য একটি ইভেন্টও প্ল্যান করা হয়েছিল, তবে আদিত্য করোনা পজিটিভ হওয়ার আপাতত সবকিছু অনিশ্চিত।

এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হবে কিনা জানালেন শিক্ষামন্ত্রী