প্রশ্ন : অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, যাঁরা ব্যবসা টিকিয়ে রাখার জন্য মাঝে মাঝে বিভিন্ন পদ্ধতিতে মানুষ থেকে পুঁজি সংগ্রহ করেন।
যেমন—পরিচিত লোকদের বলেন, আমার ব্যবসায় এক লাখ টাকা বিনিয়োগ করুন, এই টাকা থেকে যে লাভ আসবে, তা সপ্তাহান্তে বা মাসে মাসে পরিশোধ করে দেব। আর বিনিয়োগকৃত টাকা তুলে ফেলার প্রয়োজন হলে আমাকে এক সপ্তাহ আগে জানালে টাকা পরিশোধ করে দেব।
আরেকটি পদ্ধতি হলো, কোনো ব্যক্তি ব্যবসায়ীকে করজে হাসানাহ হিসেবে টাকা কোনো লভ্যাংশের আশা না করে দিল, তবে ব্যবসায়ীর যেহেতু এতে উপকার হয়েছে সে খুশি মনে কিছু দিলে নিষেধ থাকবে না।
আরেকটি পদ্ধতি হলো, ব্যবসায়ী বিনিয়োগকারীর সঙ্গে এই চুক্তিতে এলো যে তারা যৌথভাবে ব্যবসা করে যে লাভ আসবে, তা মূলধন অনুযায়ী আনুপাতিক হারে ভাগ হবে।
বিনিয়োগকারীর জন্য শ্রম দেওয়ার কোনো বাধ্যবাধকতা থাকবে না, সে সময় পেলে শ্রম দেবে, অন্যথায় দেবে না—এই চুক্তি জায়েজ হবে কি না? যদি কোনো কারণে ব্যবসায় লোকসান হয়ে যায় আর ব্যবসায়ী স্বেচ্ছায় লোকসানের ভাগ নিজের কাঁধে নেয়, তা জায়েজ হবে কি না?
-শাহাদাত, মিরপুর
উত্তর : প্রশ্নোক্ত সব পদ্ধতি জায়েজ ও শরিয়ত সম্মত। তবে প্রথম পদ্ধতিতে কোনো কারণে ব্যবসায় ক্ষতি হলে তাদের উভয়কে লভ্যাংশের ন্যায় পুঁজির পরিমাণ অনুপাতে ক্ষতির দায়ভারও নিতে হবে। (বাদায়েউস সানায়ে : ৭/৫১৭, রাদ্দুল মুহতার : ৪/৩১২, শরহুন নববী : ২/৩০, ফাতাওয়ায়ে উসমানি : ৩/৫৪)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।