খেলাধুলা ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ রাখায় দায়ে চার ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২ ফেব্রুয়ারি) বোয়ালখালী উপজেলার শাকপুরা ও কানুনগোপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
অভিযানে ওষুধ প্রশাসন চট্টগ্রাম জেলা কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবিদ আহসান অংশ নেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা জানান, মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ রাখায় ওষুধ ও কসমেটিকস আইন-২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় শাকপুরার মেসার্স সৈয়দ শাহগাজী (র.) ফার্মেসিকে ২০ হাজার টাকা, মেসার্স নিউ রঘুনাথ ফার্মেসিকে ২০ হাজার টাকা, কানুনগোপাড়ার মাস্টার মেডিকোকে ১০ হাজার টাকা ও মেসার্স সেবা ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে সিআইডি ও পুলিশকে মারধর করে আসামি নিয়ে পালাল স্থানীয়রা
এসময় জব্দ করা প্রায় ৭০ হাজার টাকা মূল্যমানের মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ পুড়িয়ে ধ্বংস করা হয় বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।