জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম নগরীর একটি বাসে তল্লাশি চালিয়ে ৫৮ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, খাগড়াছড়ি জামতলী ইসলাম কলোনির আবদুল হান্নানের পুত্র মোঃ নুরুজ্জামান (৩৭) ও বাঙ্গালীপাড়ার আবদুস ছমদের পুত্র আবদুল হান্নান (৩৯)।
র্যাব জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাজারস্থ গ্রীন টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালানো হয়। এসময় র্যাবের চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক শ্যামলী পরিবহন নামের ১টি বাস থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের সামনে দাঁড়ায়।
বাংলাদেশের ক্রিকেটারদের বাইরের টুর্নামেন্টে খেলতে পারা বড় সুযোগ
এসময় দুইজন যুবক গাড়ি থেকে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় র্যাব তাদের গ্রেফতার করে। পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে বাসের মালামাল রাখার বক্সের ভিতরে থাকা ৫টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।