চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মদসহ বাবা ছেলে গ্রেফতার

babacele

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ভোরে উপজেলার শিকলবাহা ইউনিয়নের রাজার বাপের বাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন মাসুদ খান (২৪) ও তার বাবা নূর হোসেন (৭০)। তারা ওই এলাকায় স্থানীয় বাসিন্দা।

babacele

কর্ণফুলী থানার ওসি মনির হোসেন জানান, শিকলবাহা আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এবং কর্ণফুলী থানা পুলিশের দুটি ইউনিট তিন ঘণ্টা অভিযান চালায়। এ সময় দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্রের দুটি বুলেট, ২২ লিটার দেশীয় মদসহ আনষাঙ্গিক সামগ্রী জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

গরুর মাংসের বিরিয়ানি রান্নার সহজ রেসিপি