লাইফস্টাইল ডেস্ক : গরমে আরামদায়ক পোশাকের সন্ধানে থাকেন সকলেই। কিন্তু তাপপ্রবাহের এই সময়ে কেমন পোশাকে মিলবে সেই কাঙ্ক্ষিত আরাম। এক্ষেত্রে অনেকে বলবেন সুতির কথা। আবার কেউ কেউ থাকেন লিনেনের পক্ষ্যে। তাই প্রশ্ন উঠতে পারে যে, এই দুই ফেব্রিকের মধ্যে আরামের দিক থেকে এগিয়ে আছে কোনটি।
সত্যি কথা বলতে সুতি-লিনেন দুটিই সেরা। গরমের জন্য এগুলোই আদর্শ পোশাক। তাই বলে দুই ফেব্রিকের চরিত্র বা রূপ কিন্তু একই নয়। অনেকে এই জায়গাতে ভুল করেন। মনে করেন দুটি ফেব্রিকই একই রকম। কটন থেকে তৈরি হয় সুতি আর ফ্ল্যাক্স থেকে আসে লিনেন। দুটি ফেব্রিকই প্রাকৃতিকভাবে তৈরি হলেও এদের চরিত্র একেবারেই আলাদা।
গরমে সঙ্গী হতেই পারে লিনেন
লিনেনের কুর্তি বা কামিজের চল এখন একটু বেশি দেখা যায়। কারণ এই এই ফেব্রিক বেশ আরামদায়ক। বাইরের আর্দ্রতা শুষে নিয়ে শরীরকে আরাম দিতে বেশ সুনাম রয়েছে লিনেন পোশাকের। তাই লিনেনের পোশাক পরলে গরম একটু কম লাগে। গরমের এই সময়টাতে তাই আপনার কালেকশনে লিনেনের কামিজ, কুর্তি বা শাড়ি রাখতেই পারেন। তবে লিনেনের সঙ্গে অন্য কোনও ফেব্রিক যেন মিক্স থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে গরমে লিনেন কাপড়ের বাড়তি সুবিধা হারাতে পারেন।
সুতিও বেশ স্টাইলিশ
গরমে সুতির পোশাক হিসেবে মেয়েদের পোশাক হিসেবে এগিয়ে শাড়ি। এছাড়াও মেয়েরা আরামদায়ক পোশাকে হিসেবে বেছে নেন সালোয়ার-কামিজ ও কুর্তি। লিনেনের মতো সুতিও প্রাকৃতিক উৎস থেকেই তৈরি। তাই এট্রি আর্দ্রতা শুষে শরীরকে আরাম দিতে পারে। তাছাড়া সুতির পোশাকের টেক্সচার লিনেনের থেকে ভালো হয়। অনেকে স্টাইলিশ গরম পোশাক তৈরিতে সুতিই বেছে নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।