জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইলকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর পাহাড়তলী থানার লোহারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইসমাইল ওই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।
৪৫ ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, ২৪ বছর হলেই আবেদন
পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ বাবুল আজাদ বলেন, গত বছরের জুলাই-আগস্টে চলা বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলাসহ কয়েকটি মামলায় সাবেক কাউন্সিলর মো. ইসমাইলকে গ্রেফতার করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।