স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে এখন জয়ের সুবাতাস বইছে। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে ধোলাই করার পর আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়। গতকাল বৃহস্পতিবার সিলেটে টাইগারদের দাপুটে পারফরমেন্স নিজ চোখেই দেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। ম্যাচ শেষে জানিয়েছিলেন তার প্রতিক্রিয়া। আজ ঢাকায় ফিরে বললেন, খেলা দেখার পর থেকে তার কাশি হচ্ছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ক্যান্সার ফাউন্ডেশন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিসিবি সভাপতি। নিজের বক্তব্যের এক পর্যায়ে তিনি মজা করেই বলেন, ‘হঠাৎ করে কালকে খেলা দেখার পর থেকে কাশি হচ্ছে। বেশি খুশি হলে কাশি হয় কি না ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে। কারণ আমাদের কিছু খেলোয়াড়রা এত সুন্দর খেলেছে। হারা-জেতা বড় কথা না, যেভাবে তারা খেলেছে, আসলে আমরা তাদের আউটপ্লেইড করেছি। আমি বলতে চাচ্ছি ভালো বোলিং, ফিল্ডিং, ব্যাটিং দেখলে সবসময় ভালো লাগে। কিন্তু হঠাৎ করে আজকে দেখছি কাশি, খুঁজে বের করতে হবে কেন। রোজার সময় কিছুর টেস্টও করতে পারছি না, করতে হবে।’
আজ ছিল সাকিব আল হাসানের জন্মদিন। বিশ্বসেরা অল-রাউন্ডার ৩৬ বছরে পা রাখলেন। পাপন অকপটে জানালেন যে, তিনি বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের জন্মদিন যে ভুলে গিয়েছিলেন। বিসিবি সভাপতির ভাষায়, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে সাকিবের জন্মদিন। আমি জানতাম না। এটা একটা বড় দিন। আমার জানা উচিত ছিল কিন্তু আমি জানতাম না। এবং এমন একটা দিনে এ ধরনের একটা প্রোগ্রাম সত্যিই আমি মনে করি এর চেয়ে ভালো দিন আর হতে পারে না। জন্মদিনে এমন একটা প্রোগ্রাম।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।