জুমবাংলা ডেস্ক : শ্রীলঙ্কার ভূত ভয় দেখিয়ে বেড়াচ্ছে সারা বিশ্বকে, বিশেষ করে রিজার্ভ নিয়ে আতঙ্কের মধ্যে আছে উন্নয়নশীল দেশগুলো। বাংলাদেশের রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নামায়, নানামুখী শঙ্কা করছেন বিশেষজ্ঞ ও সাধারণ মানুষ। কিন্তু কেবলই কি বাংলাদেশে রিজার্ভ কমেছে, নাকি এটি একটি বৈশ্বিক সংকট- এ প্রশ্নও তাড়িয়ে বেড়াচ্ছে সাধারণ মানুষকে।
করোনার প্রভাব এখনো কাটেনি। এর মধ্যে ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন সংকটে সারা বিশ্ব দুটি মেরুতে ভাগ হয়ে গিয়েছে। শ্রীলঙ্কার অর্থনৈতিক হালচাল দেখে অনেকেই বলছিলেন, বাংলাদেশেরও কি এ ধরনের সংকটের মধ্য দিয়ে যেতে হবে, নাকি সামলে উঠতে পারবে বাংলাদেশ। শঙ্কার দোলাচলের মধ্যে ১২ জুলাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১ দশমিক ৯৫ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসা ছিল অনেকটা ভয়ের আগুনে ঘি ঢালার মতো।
তবে কেবল বাংলাদেশ নয়, বিশ্বের বাঘা বাঘা দেশের রিজার্ভ কমছে। সবচেয়ে বেশি বিদেশি মুদ্রার রিজার্ভ নিয়ে শীর্ষস্থানে থাকা চীনের রিজার্ভ গত সাত মাসে ২০০ বিলিয়ন ডলার কমে ৩ হাজার ২৫০ বিলিয়ন ডলার থেকে ৩ হাজার ৫০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। দ্বিতীয় স্থানে জাপানের রিজার্ভ ১০০ বিলিয়ন ডলার কমে ১ হাজার ৪০০ বিলিয়ন থেকে ১ হাজার ৩০০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। তৃতীয় স্থানে থাকা সুইজারল্যান্ডের রিজার্ভ ৯৫০ বিলিয়ন ডলার থেকে ৮৪০ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
একই দশা ভারতের। বিগত বিশ মাসের রেকর্ড ভেঙে চলতি মাসের ১৫ তারিখে ভারতের রিজার্ভ নেমে এসেছে ৫৭২ বিলিয়ন ডলারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগের মাসেও ভারতের রিজার্ভ ৬০০ বিলিয়ন ডলারের ওপরে ছিল।
শ্রীলঙ্কার পরে রিজার্ভ নিয়ে সবচেয়ে বেশি শঙ্কায় আছে এখন পাকিস্তান। বাংলাদেশের রিজার্ভ কমে আসার পরেও, বর্তমানে পাকিস্তানের রিজার্ভ বাংলাদেশের তুলনায় আড়াইগুণ কম। পাকিস্তানের রিজার্ভ নেমে গেছে ১৫ বিলিয়ন ডলারের নিচে।
এদিকে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, দেশটিতে রিজার্ভ কমতে কমতে এখন তলানিতে এসে ঠেকেছে। গত সপ্তাহের হিসাবমতে, দেশটিতে রিজার্ভ রয়েছে ২ বিলিয়ন ডলারেরও কম- যা আসলেই শঙ্কাজনক।
গত সপ্তাহের হিসাবমতে, বর্তমানে বাংলাদেশের রিজার্ভের অঙ্ক ৩৯ দশমিক ৮২ বিলিয়ন ডলার, যা বিশ্বে বৈদেশিক মুদ্রা রিজার্ভকারী দেশ হিসেবে বাংলাদেশকে ৪০তম অবস্থানে রেখেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।