সাইফুল ইসলাম : মানিকগঞ্জের সিংগাইরে ২০০ লিটার চোলাই মদসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ দক্ষিণপাড়া গ্রামের একটি বাড়িতে পুলিশ এ অভিযান চালায়ি তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মো. আমিনুর খান (৩০) ও তাঁর স্ত্রী মোছা. সেলিনা (২৩)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দম্পতি পালাতে চাইলে ধাওয়া দিয়ে তাঁদের আটক করা হয়।
অভিযানের সময় বাড়ির একটি কক্ষ থেকে চারটি গ্যালনে মোট ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। প্রতিটি গ্যালনে ৫০ লিটার করে মদ ছিল। উদ্ধার মদের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মদ জব্দ করে নমুনা সংগ্রহ করে পুলিশ।
অভিযানের নেতৃত্বে থাকা এসআই পার্থ শেখর ঘোষ বলেন, ‘গ্রেফতার দম্পতি দীর্ঘদিন ধরে চোলাই মদের ব্যবসায় জড়িত। বিক্রির উদ্দেশ্যেই মদ মজুত করা হয়েছিল।’
কেউ সহযোগী হিসেবে যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
পালানোর চেষ্টা করার সময় আমিনুর বাড়ির টিনের বেড়া ও কাঠে ধাক্কা লেগে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আহত হন। তাঁকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে এসআই পার্থ শেখর ঘোষ বাদী হয়ে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(গ) ও ৪১ ধারায় মামলা করেছেন। গ্রেপ্তার দম্পতিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



