আন্তর্জাতিক ডেস্ক : গ্ল্যাডিস ও নেলসন গনজালেস নামের যুক্তরাষ্ট্রের অনিবন্ধিত অভিবাসী দম্পতিকে তাদের নিয়মিত ইউএস ইমিগ্রেশন কাস্টমস অ্যান্ড এনফোর্সমেন্ট (আইসিই) চেক-ইনের সময় গ্রেপ্তার করে কলম্বিয়ায় নির্বাসিত করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ল্যাগুনা নিগুয়েলে বসবাস করছিলেন এই দম্পতি। তাদের তিন কন্যার সবাই মার্কিন নাগরিক। এ ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছেন তারা।
২১ ফেব্রুয়ারি, আইসিই-র সাথে নিয়মিত চেক-ইনের সময় দম্পতিকে গ্রেপ্তার করা হয়। তিন সপ্তাহ আটক রাখার পর ১৮ মার্চ তাদের কলম্বিয়ায় পাঠানো হয়।
এই দম্পতির আইনি ইতিহাসে কোনো অপরাধমূলক রেকর্ড নেই। তারা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু এভাবে নয়। ২০০০ সালে স্বেচ্ছা প্রস্থানের আদেশ পেলেও তারা যুক্তরাষ্ট্রেই থাকেন। ২০০০ সাল থেকে নিয়মিত আদালতে হাজিরা দিয়েছেন।
কন্যাদের গোফান্ডমি পেজে লেখা- প্রায় চার দশক ধরে তারা এখানে জীবন গড়েছেন, তিন মেয়েকে লালনপালন করেছেন, সম্প্রতি প্রথম নাতিকে স্বাগত জানিয়েছেন। এই আকস্মিক ঘটনা আমাদের হতবাক করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।