চলন্ত বাইকে মুখোমুখি বসে উদ্দাম রোমান্সে যুগল, শেষ পরিণতি যা হল

Dance

আন্তর্জাতিক ডেস্ক : ভিডিওতে দেখা গিয়েছে এক যুবকের বাইকের একদম সামনের অংশে বসে রয়েছেন এক তরুণী। দুজনেই মুখোমুখি বসে, তরুণী ওই যুবকের গলা জড়িয়ে আলিঙ্গন করছেন।

Dance

চলন্ত বাইকে উদ্দাম রোম্যান্সে মাতলেন যুগল। পাশ দিয়ে প্রবল গতিতে বেরিয়ে যাচ্ছে একের পর লরি, ট্যাঙ্কার ও গাড়ি। তাতেও কুছ পরোয়া নেই তরুণ-তরুণীর। প্রাণের ঝুঁকি নিয়েই একে অপরকে আলিঙ্গন করে আদরে মত্ত ছিলেন ওই দু’জন। তবে বেশি ক্ষণ এই রোম্যান্সেস্থায়ী হয়নি যুগলের। পশ্চিম দিল্লির বিকাশপুরী উড়ালপুলে এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।

খবর পেয়ে দিল্লি পুলিশ দু’জনকেই গ্রেফতার করে। রাস্তার মাঝে দুই প্রণয়ীর আদরের ভিডিও ভাইরাল হতেই তা দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে এক যুবকের বাইকের একদম সামনের অংশে বসে রয়েছেন এক তরুণী।

দুজনেই মুখোমুখি বসে, তরুণী ওই যুবকের গলা জড়িয়ে আলিঙ্গন করছেন। গগনদীপ সিং নামের এক ব্যক্তি নিজের এক্স সমাজমাধ্যমে (সাবেক টুইটার) এই ভিডিওটি পোস্ট করেছেন (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি জুমবাংলা নিউজ)।

ভিডিও দেখে চমকে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। যে ভাবে এই দু’জন প্রাণের মায়া না করেই বিপজ্জনক ভাবে গাড়ি চালাচ্ছিলেন তাতে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা।

বাংলাদেশিদের উল্টো করে ঝুলিয়ে রাখতে চাইলেন অমিত শাহ

কারণ তরুণী এমন ভাবে বাইকের সামনে বসেছিলেন তাতে ভাল করে সামনের রাস্তাও নজরে পড়ছিল না তরুণটির। এই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দিল্লি পুলিশের নজরে আসে। তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে ও ঘটনার সঙ্গে জড়িত যুগলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় বলে জানা গিয়েছে।