সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আজ ১লা জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি পালন শুরু করেছে মানিকগঞ্জ আইনজীবী সমিতির বিএনপিপন্থী আইনজীবীরা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে এ কমসূচি পালন করছেন তারা।
সোমবার (০১ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপিপন্থী অ্যাডভোকেট আ. ফ. ম. নূরতাজ আলম বাহার।
আ. ফ. ম. নূরতাজ আলম বাহার বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি পালন করছে। আমরা আইনজীবী ভবনের অবস্থান করলেও আদালত সংশ্লিষ্ট কোন কার্যক্রমে অংশগ্রহণ করিনি। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।
তবে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ মেজবাউল হক মেজবা বলেন, আমরা আদালতের কোন কার্যক্রমে অংশগ্রহণ করিনি। তবে জরুরি কোন শুনানি থাকলে আওয়ামী লীগপন্থী কোনো আইনজীবী বন্ধুর সাহায্যে শুনানি করিয়েছি, যাতে পক্ষের কোন ক্ষতি না হয়।
এদিকে, বিএনপি পন্থী আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচিকে বিচারিক কার্যক্রমকে ব্যাহত করার চেষ্টা হিসেবে দেখছেন আওয়ামী লীগপন্থী আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশা। তিনি বলেন, আদালত বর্জনের ফলে কারো ক্ষতি হলে তার দায় বিএনপিকেই নিতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।