জুমবাংলা ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, বিচারিক ট্রায়ালের যেকোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যম অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা যাবে।
তিনি মঙ্গলবার (২০ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানান।
অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আদালতের কোর্টরুমে আধুনিক ডিজিটাল প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। ফলে, বিচারিক ট্রায়ালের বিভিন্ন পর্ব এখন আদালতের অনুমতির ভিত্তিতে গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার বা রেকর্ড করে প্রচার সম্ভব।
এদিকে, সুপ্রিম কোর্টে দায়ের করা জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচার করার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।
এই রুল জারি করেন বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে দায়ের করা গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচার চেয়ে একটি রিট পিটিশন দাখিল করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।