গরুর বাছুরের সঙ্গে আনন্দে মাতলো ছোট্ট শিশু, ভাইরাল ভিডিও

গরু

জুমবাংলা ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন মিষ্টি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে মুগ্ধ হয়ে গেছেন অনুরাগীরা। বাচ্চা আমরা সকলেই খুব পছন্দ করি। বাড়িতে কোন বাচ্চা থাকলে তাদের নানান রকমের কীর্তিকলাপ দুষ্টুমি দেখেই আমাদের দিন কেটে যায়। সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের বাচ্চাদের, ভিডিও ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি এই ভিডিওতেও দেখা গেছে একটি বাচ্চাকে। তবে ভিডিওটিতে বাচ্চাটিকে একা দেখা যায়।

গরু

দেখা গেছে বাচ্চাটি একটি কুকুর আর বাছুরের সাথে খেলা করছে এবং শুধু খেলা নয় খেলার পাশাপাশি কুকুরটি বাছুরটি যা করছে তাদের দেখে তাই করার চেষ্টা করছে বাচ্চাটিও। শুরুতেই দেখা গেল বাচ্চাটি মাটিতে হামা গুড়ি দিচ্ছে এবং একদিকে বসে রয়েছে বাছুরটি আর হাঁটাচলা করছে কুকুরটি। এরপর দেখা যায় কুকুরটি যেদিকে যাচ্ছে বাচ্চাটিও হামাগুড়ি দিয়ে সেই দিকেই যাওয়ার চেষ্টা করছে। খুব জোরে এই বাচ্চার বয়স ১ বছর হবে সেই জন্য সে এখনো ঠিক করে উঠে দাঁড়াতেও শেখেনি। দেখা যাচ্ছে কুকুরটি ও বাচ্চাটির পিছন পিছন ঘোরাফেরা করছে আর তাঁরা একসাথে খেলা করছে। এরপর বাচ্চাটিকে বাছুরটির সাথে খেলা করতে দেখা যায়।

দেখা যায় খেলা করতে করতে সে বাছুরটির মাথায় একেকবার মেরেও দিচ্ছে কিন্তু বাছুর চুপচাপ শুয়ে আছে কিছু সে করেনি তাকে। আবার দেখা যায় এই ছোট্ট খুদে বাছুরটিকে তার মাথা দিয়ে গুতো মারছে। আসলে সে তাদের সাথে খেলা করতে খুবই মজা পেয়েছে। এদিকে কুকুরটিও বাচ্চাদের সাথে খেলা করে খুব আনন্দ পেয়েছে। এরপর দেখা যায় বাচ্চাটি বাছুর টির কান ধরে টান দিচ্ছে। কিন্তু বাছুরটি কিছুই তাকে করেনি সে চুপচাপ শুয়ে আছে।

দেখা যায় বাষট্টির মাথার উপর দিয়ে চড়ে পাশে একটি সিঁড়ি ছিল সেই সিঁড়ি দিয়ে বাচ্চাটি উঠে বসে পড়ে। এভাবেই একদম ধুলো মেখে খেলা করতে ব্যস্ত এই ছোট্ট ফুটফুটে বাচ্চাটি। মাঝে মাঝে আবার বাচ্চাটি খেলা করতে করতে উঠে দাঁড়ানোর চেষ্টাও করেছে।

YouTube video player

বাছুর আর কুকুরের সাথে এই বাচ্চার এমন খেলা করার ভিডিও নেটিজেনদের খুবই পছন্দ হয়েছে। আর ভিডিওতে সবচেয়ে অবিশ্বাস্যকর বিষয় হলো কুকুর আর বাছুরটি বাচ্চাটিকে খুবই ভালোবাসে তা স্পষ্ট বোঝা গেছে কারণ কোন রকমের ক্ষতি তারা বাচ্চাটির করেনি। কখনো আবার বাচ্চাটি বাছুরটি পা ধরেও টানাটানি করেছে আসলে সে তাদের নিয়ে খেলা করতে খুবই ব্যস্ত। গোটা ভিডিওতে বাচ্চাটিই হামা করে দিয়ে সারা চত্বর ঘুরে বেড়িয়েছে।

ইংরেজি ভাষায় পাঠদান নিয়ে কঠোর অবস্থানে এই মুসলিম দেশ

গত তিন বছর আগে এই বাচ্চার খেলা করার মিষ্টি ভিডিওটি ইউটিউবে Monalisa Bhadra নামের চ্যানেল থেকে ভাইরাল হয়েছে। ২২২ হাজার মানুষ বর্তমানে এই ভিডিওটি দেখেছেন সাথে লাইক করেছেন ২.১ হাজার মানুষ। অসংখ্য মানুষ কমেন্টও করেছেন ভিডিওটিতে।