গরুর মাংসের দাম নিয়ে বিশাল সুখবর

Deshi-Cow

জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গরু ও মুরগির মাংসের দাম কমে আসছে। গরুর মাংসের দাম কেজিতে কমেছে অন্তত ১০০ টাকা। সব প্রজাতির মুরগীর দামও কমে এসেছে। শুক্রবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর কাঁচাবাজারগুলোতে এমন চিত্র দেখা গেছে।

Deshi-Cow

মোহাম্মদপুরের একাধিক বাজারে আজ গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা জানান, চলতি আগস্টের শুরুতে গরুর মাংস বিক্রি হয়েছে ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে। দাম কমেছে মাসের মাঝামাঝি সময়ে এসে।

মোহাম্মদপুরের মাংস বিক্রেতা মো. খাজা গণমাধ্যমকে বলেন, গরুর দাম আগের তুলনায় কম। তাই মাংসের দাম কমছে। সহসাই গরুর মাংসের দাম বাড়ছে না বলেও মনে করেন এই বিক্রেতা।

এদিকে দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। শুক্রবার সকালে নগরীর ঢাকা উদ্যান হাজী জয়নাল আবেদীন বাজারে মিলন হোসেন নামে একজন ক্রেতা গণমাধ্যমকে বলেন, কয়েকদিন আগেও ৮০০ টাকা, সাড়ে আটশো টাকায় গরুর মাংস বিক্রি হয়েছে। এখন সাতশ টাকা। দাম যেহেতু কমেছে, এটা আমাদের জন্য ভালো। আমরা চাই দামটা আর না বাড়ুক।

এদিকে গরুর মাংসের পাশাপাশি কমেছে ব্রয়লার মুরগির দাম। আগস্টের শুরুর দিকে দুইশ ঘর অতিক্রম করেছিল ব্রয়লার। সে দাম এখন বেশ কমেছে।

করুণ মৃ.ত্যু হলো আনসার বাহিনীর দলনেতার

শুক্রবার ১৭০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে ব্রয়লার মুরগি। সেখানেও বেশ স্বস্তির ছাপ দেখা গেছে ক্রেতাদের মাঝে।