আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডে একটি গরুর দাম নিলামে উঠল ২ কোটি ৬১ লক্ষ টাকা। নামের জোরেই গরুটির এত দাম। গরুটির নাম পস স্পাইস। বয়স মাত্র ৪ মাস।
দামের দামে দিক থেকে ইতিমধ্যে বিশ্ব রেকর্ড গড়েছে এই গরু। এত দাম এর আগে কখনও কোনও গরু বিক্রি হয়নি। এই গরুর মালিক ভিক্টোরিয়া বেকহ্যামের এক ভক্তের। এই ভক্তই গরুটির এই নাম রাখেন।
গায়িকা ভিক্টোরিয়া বেকহ্যাম প্রথমে ‘স্পাইস গার্লস’-এর সঙ্গে যুক্ত ছিলেন। সে সময় এই ব্যান্ডের হয়েই গান গাইতেন তিনি। এবং পরিচিত ছিলেন ‘পস স্পাইস’ হিসেবে। সেই কারণেই গরুর নাম পস স্পাইস। এই গরুর মায়ের নাম ছিল ‘জিঞ্জার স্পাইস’। ওই ব্যন্ডের অন্য এক গায়িকার নাম। এই খামারের মালিক ক্রিস্টাইন উইলিয়ামস ১৯৮৯ সালে এই খামার তৈরি করেন।
এই খামার থেকে প্রতি বছর গরু নিলাম হয়। এবছরও নিয়ম মাফিক নিলাম ডাকা হয় । তবে এত দাম ওঠায় মালিক নিজেই চমকে গিয়েছেন। ম্যাঞ্চেস্টার ও কামব্রিয়ার কইয়েকজন পশু কারবারি যৌথ উদ্যোগে কেনে এই গরু। কিন্তু এত দাম দিয়ে গরু কিনে কি করতে চান তাঁরা? তা জানা যায়নি। তবে আপাতত এই গরুই সেরা গরু।
ব্যাংক থেকে ৬.৬ কোটি টাকা ঋণ চাইলেন কৃষক!‘চাষ করে লাভ নেই, এবার হেলিকপ্টার চালাব”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।