বিনোদন ডেস্ক : আজ বছরের শেষ দিন। রাত ১২টার পর থেকেই নতুন বছর ২০২৩-এর সূচনা। বিশেষ এদিনে শুটিং ইউনিটের সবাইকে একটি গরু উপহার দিলেন সফল ব্যবসায়ী ও অভিনেতা অনন্ত জলিল। এমনটাই জানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল।
তিনি বলেন, ‘বছরের শেষ দিন উপলক্ষে আর গতকাল (শুক্রবার) চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে সভাপতি পদে আমার অভিভাবক বরেণ্য নির্মাতা কাজী হায়াৎ আর আমার বন্ধু শাহীন সুমন মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন। এই দুই কারণে অনন্ত জলিল সাহেব আমাদের একটি গরু উপহার দিয়েছেন। আজ রাতে শুটিং ইউনিটের সবাই মিলে আমরা গরুর কাচ্চি খাব।’
তিনি জানান, অনন্ত-বর্ষা অভিনীত নতুন সিনেমা ‘কিল হিম’র শুটিং ইউনিটে এটি জবাই করা হবে। সেখানে এর পরিচালক মোহাম্মদ ইকবাল, নায়ক-নায়িকা অনন্ত জলিল ও বর্ষাসহ সবাই উপস্থিত থাকবেন। তারা এখন শুটিং করছেন বগুড়ায়।
এদিকে, চলতি বছর ৩ সেপ্টেম্বর এফডিসিতে জমকালো মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘কিল হিম’ সিনেমার ঘোষণা দেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। আর চলতি মাসের মাঝামাঝিতে বগুড়ায় শুরু হয় এর শুটিং। অ্যাকশন ঘরানার এ সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, রুবেল, কলকাতার রাহুল দেবসহ অনেকেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।