বিনোদন ডেস্ক : পবিত্র ঈদুল আজহা সামনে রেখে অনেক গরুর খামারি গরুদের নানা ধরনের নাম রাখেন। এইসব নাম রাখার বেলায় এগিয়ে আছে তারকাদের নাম। এর আগে শাকিব খান, জায়েদ খান, ডিপজল, হিরো আলম থেকে শুরু করে অসংখ্য তারকার নামে নাম রাখা হয়েছে গরুর নাম। গরুর হাটে তারকাদের নামে গরুর নামকরণের প্রচলন বেশ কয়েক বছর ধরে শুরু হয়েছে।
এসব নিয়ে ভক্তসহ নেটিজেনদের মাঝে বেশ আলোচনাও দেখা যায়। নিজেদের নাম নিয়ে এমন হাট-বাজারি পন্থা নিয়ে কী বলছেন তারকারা।
বিষয়টি নিয়ে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ভাষ্য, ‘এটা তো আসলে ভক্তরা পছন্দ করে রাখে। এটা লইয়া কোনো কিছু বলার নাই।
ভালোবাসা থেকেই তো নাম দেয়। শুধু আমাগোই না, শাহরুখ, সালমান খানের নামও তো রাখে। ভালোবেসে ভক্তরা অনেক কিছুই করে। এগুলো সবই ভক্তগোর ভালোবাসা।’
তবে এবারের হাটে বেশ কয়েকটি গরুর নাম রাখা হয়েছিল ডিপজল। আবার একই গরুর দুটি নাম দেওয়া হয়েছিল। প্রথমে শাকিব খান রাখা হয়। গরুর মালিক জানান, যদি দিন শেষে বিক্রি না হয়, তাহলে ডিপজল নাম দিয়ে হয়তো বিক্রি করবেন।
এদিকে ঈদ উপলক্ষে ডিপজল এফডিসিতে কোরবানি দিয়েছেন।
জানালেন, শিল্পীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই তিনি এভাবে শামিল হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।