জুমবাংলা ডেস্ক : বরিশাল জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে মাত্র সাড়ে ৩ বছরের গাভী গরু। বাচ্চা জন্ম দেওয়া ছাড়াই প্রতিনিয়ত প্রায় ৬ লিটার দুধ দিয়ে যাচ্ছে। খবরটি ছড়িয়ে যাওয়ায় বিস্ময়কর এই গরুটিকে দেখতে প্রতিদিন মানুষ ভীড় জমাচ্ছে।
যতো দিন যাচ্ছে দুধের পরিমান ততোই বেড়ে চলেছে। যা অন্য গাভীর বাছুরসহ গরুটির মালিক ও তার পরিবার সেবন করছেন।
বরিশাল কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা ও গরুর মালিক সিরাজুল হক মৃধা বলেন, শখের বসেই আমি গরু পালন করি। চিকিৎসকের পরামর্শ নিয়েই গরু লালন-পালন করে থাকি। এই গরুর মাকে বিক্রি করে দিয়ে ওকে রেখে ছিলাম। মাঝে বিক্রি করার ইচ্ছা হলেও, বিক্রি করিনি। প্রায় ৭ ফুট লম্বা ও ৫ ফুট উচ্চতার এই অস্ট্রেলিয়ান কালো জাতের গরুটির বয়স ৩ বছর ৬ মাস। ২ মাস আগে দেখতে পাই গাভীর ওলানে (গাভীর স্তন) দুধ আসছে এবং গোয়াল ঘরে দুধ পড়ে আছে। তখন বাচ্চা প্রসব করা কোন গাভী গোয়ালে ছিল না। তাই প্রাণী চিকিৎসকের কাছে পরামর্শ নিতে যাই।
এই গরুটি কোনদিন বাচ্চা প্রসব করেনি আর এখন পেটেও বাচ্চা নেই। চিকিৎসকের মাধ্যমে চেষ্টা করেও প্রজননের ব্যবস্থা করতে পারিনি। কিন্তু প্রতিদিন ৬ লিটার করে দুধ দিয়ে যাচ্ছে। অল্পদিনের মধ্যেই ৭ লিটার দেওয়া শুরু করবে বলে মনে করছি। এ গরুর দুধের স্বাদ প্রসব করা গাভীর দুধের মতেই। প্রাণী চিকিৎসকের সাথে আলোচনা করেই এই গরুর দুধ সংগ্রহ ও সেবন করে যাচ্ছি।
প্রাণী চিকিৎসা গবেষনায় জানা যায়, এটা অস্বাভাবিক কোন বিষয় না। মূলত হরমোনাল পরিবর্তনের ফলে বাচ্চা প্রসব ছাড়াই প্রাণী দুধ দিতে পারে আর এর দুধ সেবনে কোন প্রকার ক্ষতি হবে না।
বাবুগঞ্জ ও বরিশাল জেলার প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু সালেহ মোঃ ইফতিয়াক এবং ডা. মোঃ নুরুল আলম বলেন, হরমোনের পরিবর্তনের ফলেই বাচ্চা প্রসব ছাড়াই গাভী দুধ দিতে পারে তবে এটি বিরল ঘটনা যা কয়েক লাখে একটি ঘটে। এর দুধ পুষ্টিকর ও সুস্বাদু যা সেবনে কোন সমস্যা নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।