জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারের মাধ্যমে ভারতের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য উপকৃত হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে নবনির্মিত আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নেপাল ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর কোনো সমুদ্রবন্দর নেই, ফলে বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারের সম্ভাবনা ও প্রয়োজনীয়তা রয়েছে। চট্টগ্রামের দীর্ঘ উপকূলরেখার যেকোনো স্থানে নতুন সমুদ্রবন্দর নির্মাণের সুযোগ আছে বলেও তিনি উল্লেখ করেন।
আজকের আবহাওয়ার খবর: তাপমাত্রা ও বৃষ্টিপাতের বিস্তারিত পূর্বাভাস
এ সময় তিনি কক্সবাজারের সামগ্রিক উন্নয়নের প্রশংসা করেন এবং বলেন, এটি শুধু পর্যটন নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে। এছাড়া, স্থানীয় লবণ উৎপাদন ও রপ্তানি সম্ভাবনা, বায়ু বিদ্যুৎ উৎপাদন এবং রোহিঙ্গা অনুপ্রবেশের প্রভাব নিয়েও আলোচনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।