কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার সাংগঠনিক ৭নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন (৪৫) খুন হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ায় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত এমদাদ পৌরসভার চৌধুরীপাড়া এলাকার আলী হোসেনের ছেলে। তিনি ৪ সন্তানের জনক। তার মেয়ে ও ৩ ছেলে বাবা হত্যার বিচার চেয়েছে।
এ ঘটনা তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও স্থানীয়রা।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসাইন জানান, নিহত এমদাদ হোসেন আমাদের ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্মসম্পাদক।
আজকে ওই ওয়ার্ডের কমিটির বর্তমান সাধারণ সম্পাদক বিদেশ চলে যাওয়ার কারণে তাকে (নিহত এমদাদ) পদোন্নতি দিয়ে সাধারণ সম্পাদকে পদায়নের কথা ছিল। দুর্বৃত্তরা তাকে সেই সুযোগ দিল না। রাতেই এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়। তার মৃত্যুতে আজকে আমরা অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন জানান, যারা আমাদের দলের নেতাকে খুন করেছে, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি প্রশাসনের প্রতি। তবে মামলায় যেন কোনো নিরীহ লোককে আসামি করা না হয়।
টেকনাফ মডেল থানার ওসিকে বারবার ফোন করা হলেও পাওয়া যায়নি। ডিউটি অফিসার এসআই শোভন জানিয়েছেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।