জুমবাংলা ডেস্ক : কক্সবাজার শহরের ১নং ওয়ার্ডের সমিতিপাড়া ঝাউ বাগান এলাকা থেকে বিলুপ্ত প্রায় একটি বনরুই উদ্ধার করেছে স্থানীয় সিপিজি ও ব্লুগার্ড সদস্যরা। পরে বনবিভাগের সহায়তায় বনরুইটিকে দরিয়ানগর পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার সকালে বনরুইটি উদ্ধার করা হয়। রাতে দক্ষিণ বনবিভাগ সদর রেঞ্জ কর্মকর্তা সমীরন রঞ্জন সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
বনবিভাগের সাথে কাজ করা নেকমের ইকো লাইফ প্রকল্পের ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম জানান, সকালে ফয়সাল নামে স্থানীয় এক যুবক সমিতিপাড়া ঝাউবাগান এলাকায় বনরুইটি দেখে ধরে নিয়ে আসে। খবর পেয়ে সিপিজি ও ব্লুগার্ড সদস্যরা ফয়সালের কাছ থেকে বনরুইটিকে উদ্ধার করে। পরে বনরুইটি কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কক্সবাজার রেঞ্জ অফিসে বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
রঞ্জন সাহা জানান, বিকালে বনরুইটিকে কলাতলী বনবিটের আওতাধীন দরিয়ানগর পাহাড়ে ছেড়ে দেয়া হয়েছে। তিনি জানান, বনরুই সাগরলতা ও মাছ বনরুই এর খাবার। হয়তো হিমছড়ি পাহাড়ী এলাকা থেকে গভীর রাতে সৈকতে খাবার খেতে নেমে পানির তোড়ে সেটি সমিতি পাড়ার দিকে চলে যায়।
দুটি কঙ্কালের ছবির মধ্যে কোথায় ৩টি পার্থক্য রয়েছে, খুঁজে বের করুন
গত তিন চার মাস আগেও একই এলাকা থেকে একটি বনরুই উদ্ধার করে পাহাড়ে অবমুক্ত করা হয়েছিল বলে জানান তিনি। কলাতলী বিট কর্মকর্তা কেসিং মারমা জানান, বনরুই প্রায় বিলুপ্ত প্রায় প্রাণী হলেও পাহাড়ে মাঝেমধ্যে এটি দেখা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।