জুমবাংলা ডেস্ক : ঈদের ছুটিতে গত ১০ দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া ২৩ জন শিশুকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়ন। উদ্ধার শেষে শিশুদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
রবিবার রাতে (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
তিনি বলেন, উদ্ধার হওয়া শিশুদের মধ্যে কিছু শিশু তাদের পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র চলে যাচ্ছিল, আবার কিছু শিশু সমুদ্রের স্রোতে ভেসে যাচ্ছিল।
আমাদের কাছে সহায়তা চাইলে তাৎক্ষণিক তৎপরতা চালিয়ে এসব শিশুদের উদ্ধার করে অভিভাবকদের কাছে ফিরিয়ে দিয়েছি।
অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ আরো বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। তবে ঈদের ছুটিতে আগত পর্যটকদের ভিড় বেশি থাকে ফলে শিশুদেরও অভিভাবকদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা বেশি। তাই সমুদ্র সৈকতে ঘুরতে গেলে শিশুদের প্রতি বিশেষ নজর রাখতে অভিভাবকদের অনুরোধ জানাচ্ছি।
একইসঙ্গে সমুদ্র সৈকতে ট্যুরিস্ট পুলিশ এবং লাইফ গার্ড কর্মীরাসহ আমরা সংশ্লিষ্ট সবাই সবসময় সতর্ক অবস্থায় আছি এবং যেকোনো বিপদ মোকাবেলার জন্য আমরা প্রস্তুত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।