স্পোর্টস ডেস্ক : বয়স মাত্র ১৮। এ বয়সেই সুযোগ পেয়ে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। আর্জেন্টিনার ফুটবলার হয়েও তিনি লিওনেল মেসির ভক্ত নন। তার আদর্শ হলেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।
পর্তুগিজ মহাতারকাকে ‘সর্বকালের সেরা’ বলতেও দ্বিধা করেননি। এবার এভারটনের বিপক্ষে রোনালদোর ব্র্যান্ডের অন্তর্বাস পরে খেলতে নেমে আরো একবার বুঝিয়ে দিলেন প্রিয় তারকার প্রতি ভালোবাসা।
গতকাল শনিবার এফএ কাপের ম্যাচে এই ঘটনা ঘটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আলেসান্দ্রো গার্নাচো। ম্যান ইউ কোচ এরিক টেন হাগ তাকে শুরুর একাদশে রেখেছিলেন। গোল করতে না পারলেও খুব একটা খারাপ খেলেননি গার্নাচো।
একটি পেনাল্টি আদায় করেন, যেখান থেকে গোল করেন মার্কাস র্যাশফোর্ড। তবে খেলার মাঝেই একবার নিজের জার্সি এবং শর্টস ঠিক করছিলেন গার্নাচো। তখনই দেখা যায়, সাদা শর্টসের ওপর দিয়ে উঁকি মারছে ‘সিআর৭’ লেখা অন্তর্বাস!
গত কয়েক মাস ম্যান ইউতে রোনালদোর সতীর্থ ছিলেন গার্নাচো। রোনালদো খেলার পাশাপাশি হোটেল এবং পোশাকের ব্যবসার সঙ্গেও জড়িত। অনেকের অনুমান, রোনালদোর অন্তর্বাস কম্পানির প্রচার করার জন্য গার্নাচো ইচ্ছাকৃতভাবে জার্সি ঠিক করছিলেন।
কমদামে ৫জি এর সঙ্গে দুর্দান্ত ফিচারের স্মার্টফোন নিয়ে হাজির শাওমি
কারণ যা-ই হোক, গার্নাচোর এই কাণ্ডে বিতর্ক তৈরি হয়েছে। অনেকে তাকে সমালোচনাও করছেন। প্রশ্ন উঠেছে, এত কম বয়সে ম্যান ইউয়ের মতো ক্লাবের মূল দলে সুযোগ পেয়েও এত তাড়াতাড়ি কেন বিজ্ঞাপনী প্রচারে বেশি নজর দিচ্ছেন গার্নাচো?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।