জুমবাংলা ডেস্ক : দেশের জনশক্তিকে দক্ষতার অভিযাত্রায় আরো এগিয়ে নিতে সোমবার (১ জুলাই) ঢাকার মিরপুরে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।
ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র মিরপুর-১০ এ নতুন এই শাখার উদ্বোধনের মধ্য দিয়ে দেশের শীর্ষ স্থানীয় আইটি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে যুক্ত হলো আরো একটি মাইলফলক।
ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চিফ অপারেটিং অফিসার জিয়া উদ্দিন মাহমুদ ও ক্রিয়েটিভ পরিবারের কর্মকর্তাবৃন্দকে সাথে নিয়ে নতুন শাখার উদ্বোধন করেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনির হোসেন।
নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার, বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম রাশিদুল হাসান, বিইউবিটি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মো আলী নূর, নর্দান বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নজরুল ইসলাম, ফিউচার আইকনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ ইফতি, বিএসডিআই’র নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন, বিইউবিটি ডেপুটি ডিরেক্টর (ক্যারিয়ার গাইডেন্স ও কাউন্সেলিং) মেসবাউল হাসানসহ আইটি ইন্ডাস্ট্রির স্বনামধন্য ব্যক্তিবর্গ।
মিরপুরে ক্রিয়েটিভ আইটির শুভ উদ্বোধন উপলক্ষে আলোকিত নতুন একটি সকালে নতুন একটি জায়গায় একত্রিত হয়েছিল হাস্যোজ্জ্বল অনেকগুলো মুখ। পুরো দিনটি ছিল বিভিন্ন আয়োজনে পরিপূর্ণ। এতদিন যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন মিরপুর ব্রাঞ্চের, তাদের অনেকেই এসেছিলেন আমাদের সাথে উদযাপনে অংশ নিতে। শিক্ষার্থী, কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীদের আগমনে স্পন্দনমুখর ছিল পুরো ক্যাম্পাস।
পাঁচ শতাধিক ইন্ডাস্ট্রি এক্সপার্টের সমন্বয়ে পরিচালিত এই আইটি প্রশিক্ষণের ধানমণ্ডিতে আছে মূলশাখা। পাশাপাশি উত্তরাসহ চট্টগ্রামেও একটি করে শাখা রয়েছে। এছাড়াও বিশ্বব্যাপী অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দীর্ঘ ১৫ বছর ধরে বিশ্বব্যাপী সফলতার সাথে যুগোপযোগী আইটি প্রশিক্ষণ দিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি। সম্প্রতি দক্ষিণ এশিয়ার সেরা আইটি ইনস্টিটিউট হিসেবে সম্মানিত করা হয়েছে প্রতিষ্ঠানটিকে।
২০০৮ সালে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি এরই মধ্যে ৭০ হাজারেরও অধিক শিক্ষার্থী সফলভাবে প্রশিক্ষণ দিয়েছে, যারা কাজ করছে মার্কেটপ্লেসে। শুধু তাই নয় এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা যে শুধু প্রশিক্ষণ নিচ্ছেন তা নয়, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সফলভাবে ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্টের সহায়তায় পাচ্ছেন চাকরির সুযোগ।
ক্রিয়েটিভ আইটির কর্ণধার প্রধান নির্বাহী কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘আমার ইচ্ছা দেশের তরুণ-প্রজন্মকে আইটিতে দক্ষ করে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটকে বিশ্বব্যাপী বিস্তৃত করা।’
ওকালতি পড়ে কৃষি উদ্যোক্তা : মাসুদের ‘হালাল আয়’ কোটি টাকারও বেশি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।