বিনোদন ডেস্ক : চলতি বছরে ভালোবাসা দিবসকে ঘিরে নানা কাজে ব্যস্ততা বাড়ে শোবিজ অঙ্গনে। দর্শকদের নতুন কাজ উপহার দিতে তারকা-অভিনয়শিল্পীরা লেগে পড়েন নতুন সব রোম্যান্টিক নাটক-শর্টফিল্মে। এর বাইরে দিনটি উদযাপনে ব্যক্তিগতভাবেও নানা পরিকল্পনা হাতে রাখেন তারা।
তারা সিঙ্গেল হোক বা মিঙ্গেল, ভালোবাসা দিবসে তাদের ব্যস্ততার যেন শেষ নেই! সঙ্গে দর্শকদেরও আগ্রহ থাকে এটি জানতে, কাজের বাইরে ভালোবাসা দিবসে তারকাদের ব্যস্ততা ঠিক কী নিয়ে?
সম্প্রতি ভালোবাসা দিবসের নানা বিষয় নিয়ে কথা বলেছেন অভিনেত্রী কুসুম শিকদার। সাম্প্রতিক সময়ে সিনেমার প্রযোজনার কাজে মন দিয়েছিলেন কুসুম শিকদার। পাশাপাশি করছেন অভিনয়। সম্প্রতি তার প্রযোজিত ও অভিনীত নতুন সিনেমা ‘শরতের জবা’ মুক্তি পেয়েছে। এখন কাজ শেষে মুক্ত সময় কাটাচ্ছেন নায়িকা। তাই তো প্রশ্নের মুখে পড়লেন, এবারের ভালোবাসা দিবসে কুসুম শিকদারের পরিকল্পনা কি?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, কোনো একটি ইভেন্টে উপস্থিত ছিলেন কুসুম শিকদার। পরনে বিভিন্ন কাজ করা একটি লাল কামিজ। নজরকাড়া সেই পোশাকের সঙ্গে তার রূপও ফুটে উঠেছে ব্যাপক; সঙ্গে খুব খোশমেজাজেই কথা বলছেন তিনি।
এ সময় কুসুম বলেন, ‘১৪ ফেব্রুয়ারি নিয়ে এখনও কোনো প্ল্যান নেই, সত্যি। এখনও অনেক দেরি আছে।’ প্রেমের জন্য ডেট করতে যান কি না, এমন প্রশ্নের জবাবে মজার ছলেই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ যাই। দেশে, দেশের বাহিরে সব জায়গায়ই যাই।’
প্রসঙ্গত, প্রেম-বিয়ের বিষয়ে আলোচনায় আসতে চান না কুসুম। বরাবরের মতো বিষয়টি এড়িয়ে গেলেন অভিনেত্রী। এরপরও প্রেম নিয়ে বলেন, ‘শিল্পীদের মনে প্রেম থাকতেই হয়। প্রেম না থাকলে ক্রিয়েটিভিটি আসে না সত্যি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।