খেলাধুলা ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সফর শেষে ঢাকায় ফিরেছেন ক্রিকেটাররা। অবশ্য দলের সবাই এখনো এসে পৌঁছাননি। গতকাল দুই দফায় কোচ ও ক্রিকেটাররা এসেছেন। আজও দুই দফায় আসার কথা রয়েছে। উইন্ডিজ সফরের সফলতা বলতে টেস্ট সিরিজ ড্র ও টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের হারানো।
যদিও বাংলাদেশ ওয়ানডেতে ধবলধোলাই হয়েছে। তবে ২০ ওভারের ক্রিকেটে টাইগারদের সফলতা ওয়ানডের স্মৃতি কিছুটা হলেও ভুলতে সহায়তা করেছে। তবে এসব স্মৃতির মধ্যে পড়ে থাকেন না সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি ক্রিকেটারদের মধ্যে অনেক দুর্বলতা খুঁজে পেয়েছেন। কিছু সমাধানও করেছেন বলে জানিয়েছেন।
গতকাল ঢাকায় পা রেখে মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, ‘আমাদের এখনও অনেক জাগায় দুর্বলতা রয়েছে। সেসব প্রকাশ্যে বলা ঠিক হবে না। আমাদের যেই দুর্বলতা আছে সেগুলো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করব। টি-টোয়েন্টি সিরিজ জিতলেও আমাদের অনেক দুর্বলতা রয়েছে। অনেকগুলো জায়গা আছে, সেখানে তাড়াতাড়ি উন্নতি করতে হবে। খুব বেশি সময় নেওয়া উচিত হবে না। কারণ অপেক্ষা করতে করতে আমরা অনেক দিন পার করে ফেলেছি। এত বছর ক্রিকেট খেলার পরও আমাদের একটা অবস্থানে আসা উচিত ছিল। যেন আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলতে পারি।’
টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। দলের এমন সাফল্যের রহস্য কী, এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেছেন, ‘আসলে রহস্য বলতে কিছু নাই। আমার কাছে মনে হয় ছেলেরা এখন দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করছে। এই জিনিসটা খুব দরকার ছিল আমাদের। এছাড়া প্রথমে আমাদের লক্ষ্য ছিল তাদের মানসিকতা পরিরবর্তন করা, তারা যেন দায়িত্ব নিয়ে খেলে। সেজন্য আমরা তাদের স্বাধীনতা দিয়েছি। যেন তাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে পারে। আমার মনে হয়, সে কারণে তারা একটু-একটু করে সফল হচ্ছে। ভবিষতে আরো ভালো হতে পারে।’
নরেন্দ্র মোদিকে ‘দ্য অর্ডার অফ মুবারক আল কবির’ সম্মাননা দিলো কুয়েত
দলে নিজের ভূমিকা নিয়ে সালাউদ্দিন বলেছেন, ‘আমি ছেলেদের মানসিকতা কিছুটা পরিবর্তন করতে চেয়েছিলাম। আমার মনে হয় ছেলেরা সেটা করতে পেরেছে। হয়তো সমানে আরো করবে। কারণ কোনো কোচের পক্ষে বড় খেলোয়াড় তৈরি করা সম্ভব না, প্লেয়ার যদি নিজে না চায়। আমার লক্ষ হচ্ছে ছেলেরা যেন নিজেরা চিন্তাভাবনা করে এবং তারা কীভাবে ক্রিকেট খেলবে, তারা কীভাবে সব ফরম্যাটে খেলবে। সে বিষয়ে যদি তারা নিজেরা সিদ্ধান্ত নেয় এবং সেক্ষেত্রে আমরা যদি তাদের সাহায্য করতে পারি, সেটাই ভালো কাজ হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।