স্পোর্টস ডেস্ক : ক্রিকেট এমন একটি খেলা যেখানে গোটা বিশ্বের মানুষ পছন্দ করে থাকে। ইংল্যান্ডে উৎপাদিত এই ক্রিকেট খেলা, এখন ক্রিকেটের ভক্ত বিশ্বের কোনায় কোনায়। বর্তমানে ক্রিকেট খেলা ভক্তদের কাছে একটা আবেগ ও ভালোবাসা।
গোটা বিশ্বে যত রকমের খেলা আছে প্রত্যেক খেলা কোনো না কোনো নিয়ম দ্বারা আবদ্ধ থাকে। তেমনি ক্রিকেট খেলা কিছু নিয়ম দ্বারা সীমাবদ্ধ। প্রাথমিস্থায় এত নিয়মকানুন না থাকলেও বর্তমানে খেলা চলাকালীন মেনে চলতে হয় অনেক নিয়মরিতি।
এমনি কিছু নিয়ম মেলবোর্ন ক্রিকেট ক্লাব জাতীয় ও আন্তর্জাতিয় ক্রিকেটে তৈরি করেছে। আজ এমন কিছু নিয়ম ব্যাখ্যা করব যেগুলি হয়তো অনেকেই জানেনা। এবং আমাদের এই নিয়মগুলি একজন ক্রিকেটপ্রেমী হিসাবে জেনে রাখা ভালো। চলুন জানা যাক!
ক্রিকেট বলের ওজন ও আয়তন :
ক্রিকেট খেলা আমরা কমবেশি সকলেই দেখে থাকি। আমাদের অনেকের মনেই প্রশ্ন আসে যে বলটি দ্বারা খেলাটি পরিচালিত হচ্ছে সেই বলটির ওজন কত হতে পারে? জানিয়ে রাখি, দল অনুযায়ী বলের ওজন ও আকৃতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। চলুন জানা যাক বল গুলির ওজনের পরিমাপ।
পুরুষ ক্রিকেট দল
ওজন : আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষ দলে বলগুলির ওজন ১৫৬ থেকে ১৬৩ গ্রাম ( ৫.৫-৫.৭৫ oz) হয়ে থাকে।
পরিধি : এবং বলগুলির পরিধি হয়ে থাকে ২২৪ থেকে ২২৯ মিলিমিটার ( ৮.৮১-৯ ইঞ্চি) পর্যন্ত।
মহিলা ক্রিকেট দল
ওজন : মহিলা ক্রিকেট দলের বলগুলোর ওজন পুরুষ ক্রিকেট দলের তুলনায় কম হয়ে থাকে। সাধারণত ১৪০ থেকে ১৫১ গ্রাম ( ৪.৯৪-৫.৩১ oz) হয়ে থাকে।
পরিধি : 210 থেকে 226 মিলিমিটার (8.25- 8.88 ইঞ্চি) হয়ে থাকে।
বল গ্রহণ ও নিয়ন্ত্রণ : একটি ম্যাচে যে সব বলগুলি খেলার জন্য ব্যবহৃত করা হবে সমস্ত বল অ্যাম্পিয়ারদের দখলে চলে যায় টস হওয়ার আগেই। সমস্ত বল গুলোই তাদের নিয়ন্ত্রনে থাকবে। এমনকি খেলা শুরু থেকে শেষ পর্যন্ত যেসব বিরতি, উইকেট পতন, ইনজুরি, আরো অন্যান্য বাধা থেকে থাকে সেই ছোট ছোট সময়গুলিতে বলগুলি আম্পিয়ারের দখলে চলে যায়।
নতুন বল : যেকোনো ম্যাচে খেলা শুরু হওয়ার আগে অধিনায়ক নতুন বল চাইতে পারেন। কারণ এক অধিনায়ক হিসাবে বল ঠিকঠাক আছে কিনা দেখে নেয়া তার কর্তব্য হয়ে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।