স্পোর্টস ডেস্ক : ক্রিকেট জ্ঞান নেই, এমন ব্যক্তিকে কখনো ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট হতে দেখা যায় না। কিন্তু এবারের নারী আইপিএলে দেখা যাচ্ছে অন্যরকম ঘটনা। সম্প্রতি মাঠে গড়ানো নারীদের আইপিএলে মেন্টর বানানো হয়েছে সানিয়া মির্জাকে। যিনি মূলত টেনিস খেলোয়াড়, ক্রিকেট কখনোই তিনি খেলেননি।
রবিবার (৫ মার্চ) টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর আগে গতকাল মাঠে গড়িয়েছে টুর্নামেন্ট প্রথম ম্যাচ। নিজের ম্যাচ শুরুর আগে শনিবার রয়েলস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিজেদের টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে দল নিয়ে কথা বলেন মেন্টর সানিয়া মির্জা।
ওই ভিডিওতে সানিয়া বলেন, আমি ক্রিকেট সম্পর্কে কিছুই জানি না। যখন আমাকের নারী আইপিএলে মেন্টর বানানো হয় তখন ভাবছিলাম, আমি কী করব? মেয়েদের সঙ্গে কী নিয়ে কথা বলব? তবে মানসিক ব্যাপার নিয়ে অনেক কাজ করতে পারবো।
প্রায় ২০ বছর পেশাদার টেনিস খেলে গত মাসে অবসর নিয়েছেন সানিয়া মির্জা। তার স্বামী পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক এখনো ক্যারিয়ারের তুঙ্গে আছেন। সানিয়া জানান, কিছুদিন আগে আমি অবসর নিয়েছি। ভাবছিলাম আমার জীবনের পরবর্তী ধাপ কী? এরপর সিদ্ধান্ত নেই, ভারত এবং ভারতের বাইরের নারী অ্যাথলেটদের সাহায্য করার, যেকোনো খেলায় মানসিক দিকটা খুব গুরুত্বপূর্ণ। যেটা আমি ২০ বছর ধরে সামাল দিয়েছি।
টেনিসের এই তারকা আরও বলেন, আমি ব্যক্তিগত খেলায় ছিলাম। যে কারণে ফটোশুট, গণমাধ্যমের মনোযোগ-সবকিছু নিজেকে একা সামলাতে হতো। সেখান থেকে ভাবলাম যে এই বিষয়টায় তো মেয়েদের আমি সহায়তা করতে পারি। চাপ অনুভব করা স্বাভাবিক বিষয়, কিন্তু সেটা সামাল দেওয়ার পদ্ধতি জানতে হবে।
রিলিজ হল ঘাম ঝরানোর নতুন ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
এবারের আইপিএলে খেলছে ৫টি দল। মুম্বাই ইন্ডিয়ান্স, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, দিল্লি ক্যাপিট্যালস, গুজরাট জায়ান্টস ও উত্তর প্রদেশ ওয়ারিয়র্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।