ক্রিকেটারের সঙ্গে প্রেম, দাদি শর্মিলার পথেই কি সারা!

সারা

বিনোদন ডেস্ক : পতৌদিকে বিয়ে করেছিলেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সে ১৯৬৯ সালের কথা। বিয়ের আগে মনসুর ও শর্মিলার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তা নিয়ে তুমুল চর্চাও হতো। দীর্ঘ ৫৩ বছর পর সেই ঘটনারই কি পুনরাবৃত্তি হতে যাচ্ছে সারা আলি খানের মাধ্যমে।

সারা

বলিউডে জোর গুঞ্জন, ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে প্রেম করছেন শর্মিলা ঠাকুরের পুতনি অর্থাৎ অভিনেতা সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। কিছু দিন আগে দুজনের দুটি ভিডিও দেখে অনেকেই আন্দাজ করেছিলেন তাহলে কি কোনো নতুন সম্পর্কের ইঙ্গিত?

তবে এত দিন এই বিষয়ে মুখ খোলেননি কেউ। অবশেষে একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চে নীরবতা ভাঙলেন শুভমন। পাঞ্জাবি রিয়্যালিটি শো ‘দিল দিয়া গাল্লা’র সিজন ২-এর অতিথি ছিলেন শুভমান। সেখানেই ঝুলি থেকে বেড়িয়েছে বিড়াল। সঞ্চালক প্রশ্ন করেন, বলিউডপাড়ার সবচেয়ে ফিট অভিনেত্রী কে? এক মিনিটও না ভেবে শুভমনের উত্তর ছিল, ‘সারা আলি খান’।

ঠিক তখনই নায়িকাকে ডেট করা নিয়ে প্রশ্ন করা হয় শুভমনকে। সঠিক জবাব না দিলেও বরং ধোঁয়াশা জিইয়ে রাখেন শুভমন। তিনি বলেন, ‘হয় তো হ্যাঁ বা না।’

ব্লাউজ ছাড়া উপচে পড়ছে ভরা যৌবন, সোহিনীর ছবি তুমুল ভাইরাল

অভিনেত্রী সারা আর ক্রিকেটার শুভমন গিলের সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন শোনা যায় গত আগস্টে। তাদের একসঙ্গে দেখা গিয়েছিল একটি রেস্তোরাঁয়। ভিডিওটি শেয়ার করেছিলেন এক মহিলা। সেখান থেকেই গুঞ্জনের শুরু। শুভমনের উত্তরে সেই গুঞ্জন আরও জোরালো হলো। তবে সত্যি কী, তা তো সময়ই বলবে।