স্পোর্টস ডেস্ক : আইপিএলে দলের পরিচালন পর্ষদের সঙ্গে ক্রিকেটারের মতানৈক্যের ঘটনা ঘটে প্রায়ই। তবে দুই পক্ষই নানা কারণে এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেন না। নীরবতা পালন করেন। তবে কৃষ্ণাপ্পা গৌতম হাঁটলেন ভিন্ন পথে। নিজের পুরনো দল পঞ্জাব কিংসের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগড়ে দিলেন। জানালেন, নিলামে দল তাকে কিনলেও ১০০ শতাংশ দেবেন না।
এক সাক্ষাৎকারে কর্ণাটকের অলরাউন্ডার জানিয়েছেন, পাঞ্জাব তাকে যেন না নেয় সেই প্রার্থনাই করছেন। বলেছেন, “পাঞ্জাব কিংসের হয়ে কখনও খেলতে চাই না। ওদের সঙ্গে পুরনো অভিজ্ঞতা মোটেই ভাল নয়। আরও অনেক জিনিস রয়েছে যার সঙ্গে ক্রিকেটের সেভাবে যোগ নেই। ক্রিকেটার হিসাবে এমন আচরণ কারও থেকে আশা করতে পারি না।”
তিনি আরও বলেছেন, “যে দলের হয়েই খেলি না কেন, নিজের ১০০ শতাংশ দিই। মাঠের মধ্যে তার বেশি দিই। কোনও কিছুই নিজের মধ্যে রাখি না। তবে পঞ্জাব আমাকে দলে নিলে কোনও মতেই ১০০ শতাংশ দেব না।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।