বিনোদন ডেস্ক : ভারতের আলোচিত ক্রিকেট তারকা কেএল রাহুল ও বলিউড স্টারকিড-অভিনেত্রী আথিয়া শেঠি। দীর্ঘদিন প্রেমের পর চলতি বছরের জানুয়ারিতে গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। আজ ইন্ডিয়া-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালে গল্প কথায় থাকছে এই দুই তারকার ভালোবাসার ইনিংস—
প্রেমে পড়েছেন আথিয়া-রাহুল! এই গুঞ্জনের শুরুটা ২০১৯ সালে। তখনও প্রকাশ্যে কিছুই স্বীকার করছিলেন না তাঁরা। তবে এখন আর লুকোচুরির অবকাশ নেই। কেননা, গত ২৩ জানুয়ারি বিয়েটা সেরে ফেলেছেন এই তারকা যুগল।
ঘনিষ্ঠদের মতে, কমন বন্ধুর মাধ্যমেই প্রথম পরিচয় রাহুল-আথিয়ার। প্রথম পরিচয়েই একে অপরকে ভালো লেগে যায় দুজনের। ধীরে তা রূপ নেয় প্রেমে। এরপর একসঙ্গে ঘোরাঘুরি, অর্থাৎ ডেটিংয়ের শুরু। তখনও ব্যক্তিগত জীবনকে গোপনেই রাখতেন তাঁরা। যদিও পাপ্পারাৎজির হাতে মাঝেমধ্যেই ধরা পড়ে হতেন ফ্রেমবন্দি!
রাহুল-আথিয়ার প্রেমের বিষয়টি প্রথমবার প্রকাশ্যে আসে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের এক পোস্টে ডিজাইনার বিক্রম ফাডনিসের এক মন্তব্যের সূত্র ধরে। সেটা ২০১৯ সালের আগস্টে। একই বছর ‘নিউ ইয়ার উদযাপন’ও একসঙ্গেই করেছিলেন আথিয়া-রাহুল। এবং তা ছিল রাহুলের শেয়ার করা একটি ছবির ঠিক দুদিন আগেই। পরে ২০২০ সালে তাঁদের প্রেমকাহিনি অনেকটা ওপেন সিক্রেট হয়ে পড়ে। জন্মদিনে একে অপরকে শুভেচ্ছা কিংবা একসঙ্গে ঘোরা—এমন অনেক কিছুতেই পাওয়া যেত তাঁদের।
২০২১ সালে রাহুলের সঙ্গে বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন সুনিলকন্যা অভিনেত্রী আথিয়া। তখনও দুজনের সম্পর্ক নিয়ে ভক্তরা ছিলেন ধোঁয়াশায়। আনুষ্ঠানিকভাবে এই যুগলের সম্পর্কে থাকার ঘোষণা আসে আরও পরে। সেটা আথিয়ার ভাই অহন শেঠি পরিচালিত সিনেমা ‘তাড়াপ’ মুক্তির সময়ে। তখন তাঁদের সঙ্গে একফ্রেমে একটি ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর।
এরপর নানা সময়েই একসঙ্গে খুনসুটিতে মেতে থাকতে দেখা গেছে আথিয়া-রাহুলকে। একবার সামাজিক যোগাযোগমাধ্যমে আথিয়া জানিয়েছিলেন, অবসরে লুডো খেলা বেশ প্রিয় তাঁদের। লুডোতে নাকি আথিয়ার কাছে জিততেই পারেন না রাহুল!
প্রসঙ্গত, বলিউডের প্রখ্যাত অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি। ২০১৫ সালে ‘হিরো’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন তিনি। ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়। এরপর ‘মোবারাকা’, ‘নবাবজাদা’ ও ‘মতিচোর চাকনাচুর’ নামে আরও তিনটি চলচ্চিত্রে তাঁকে দেখা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।