বিনোদন ডেস্ক : বলিউডের প্রথম সারির তারকা মানেই তাক লাগানো সব গাড়ি। কারও মার্সেডিজ তো কারও আবার বেন্টলি বেশি পছন্দ। কাকে ছেড়ে কাকে দেখবেন বোঝার উপায় নেই।
তবে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন লাইট ওয়েলটার ওয়েট এবং অভিনেতা আমির খানের গাড়ি সংগ্রহের কথা জানেন না অনেকেই! দেখে নিন কী কী গাড়ি আছে আমির খানের সংগ্রহে?
বেন্টলি ফ্লাইং স্পার: বেন্টলি সংস্থার গাড়ি তারকাদের মধ্যে বিশেষ ভাবে জনপ্রিয়, তার মধ্যেই ফ্লাইং স্পার গাড়িটি রয়েছে খানের কাছে। দাম আনুমানিক সাড়ে তিন কোটি টাকা। সাধের গাড়ির জন্য তাঁর রয়েছে বিশেষ ‘০০০৭’ নম্বর প্লেট। প্রথম সারির হাতে গোনা কিছু তারকারই কেবল রয়েছে এই গাড়ি।
রোলস রয়েস ঘোস্ট: ৬.৬ লিটার দ্বৈত টারবো ভি১২ ইঞ্জিনের এই গাড়ি ব্রিটিশ সংস্থার নামজাদা মডেল, বিশ্ব জুড়ে সুপরিচিত। সাড়ে ৫ থেকে সাড়ে ৬ কোটির মধ্যে আনুমানিক দাম, এই গাড়ির জন্য এক নামে সবাই চেনে খানের সংগ্রহকে।
মার্সেডিজ বেঞ্জ এস-৬০০: আনুমানিক সাড়ে ১০ কোটি টাকা দামের এই গাড়িও ভারতে হাতে গোনা মাত্র কয়েক জনেরই আছে। যেমন, মুকেশ আম্বানি বা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।
রেঞ্জ রোভার ভগ: ২২৫ কিলোমিটার প্রতি ঘন্টা অবধি বেগ পাওয়া যায়, এমনই দারুণ গাড়ি এটি। প্রায় আড়াই কোটি টাকা আনুমানিক দাম। রেঞ্জ রোভারের গাড়ির এই মডেলটি বিশেষ ভাবে পরিচিত এর গতির জন্য।
বিএমডব্লিউ ৬ সিরিজ: তার সুবিশাল সংগ্রহে রয়েছে ৩.০ লিটারের ৬ সিলিন্ডার ডিজেল ইঞ্জিন, যাতে ১০০ কিলোমিটার অবধি গতি উঠতে পারে মাত্র ৫.৪ সেকেন্ডের মধ্যে। দাম আনুমানিক ৬৫ লাখ টাকা!
টয়োটা ইনোভা কয়েক বছর আগে তিনি জোট বেঁধেছিলেন টয়োটা সংস্থার সঙ্গে, তখন তাঁকে প্রায়ই দেখা যেত টয়োটা ইনোভা গাড়িতে। আনুমানিক সাড়ে ১৭ লাখ টাকা থেকে প্রায় ২৪ লাখ টাকার কাছে দাম এই গাড়ির। ‘ধুম ৩’ ছবির প্রচারের সময়ে তিনি টয়োটা ইনোভা গাড়িতেই চলাফেরা করতেন বেশি।
টয়োটা ভেলফায়ার: একই সময়ে জানা যায় তাঁর সংগ্রহে টয়োটা সংস্থার আরেকটি গাড়ি রয়েছে, টয়োটা ভেলফায়ার, যার দাম আনুমানিক সাড়ে ৯২ লাখ টাকা! গাড়িটি সুপরিচিত গতি ও সৌন্দর্যের জন্য। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।