নতুন Royal Enfield মোটরসাইকেল কিনলেন ক্রিকেটার শামি! দাম কত জানেন?

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে কয়েক দিন দূরে থাকার সময় মোহাম্মদ শামির গ্যারাজে এল নতুন Royal Enfield। সম্প্রতি একটি Royal Enfield Continental GT 650 কিনেছেন বাংলার পেসার।

তাঁর মোটরসাইকেলে ক্রোম ফিনিশের ফুয়েল ট্যাঙ্ক দেখা গিয়েছে। এই মডেলটির দাম 3.31 লাখ টাকা। যদিও Royal Enfield Continental GT 650-র দাম শুরু হচ্ছে 3.05 লাখ টাকা থেকে।

তাঁর গতিতে ভয় পান গোটা বিশ্বের তাবড় ব্যাটাররা। সম্প্রতি গুজরাট টাইটানসের হয়ে IPL জয়ের পরে দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে কয়েক দিন দূরে থাকার সময় মহম্মদ শামির (Mohammad Shami) গ্যারাজে এল নতুন Royal Enfield। সম্প্রতি একটি Royal Enfield Continental GT 650 কিনেছেন বাংলার পেসার।

তাঁর মোটরসাইকেলে ক্রোম ফিনিশের ফুয়েল ট্যাঙ্ক দেখা গিয়েছে। এই মডেলটির দাম 3.31 লাখ টাকা। যদিও Royal Enfield Continental GT 650-র দাম শুরু হচ্ছে 3.05 লাখ টাকা থেকে।

এই মুহূর্তে Royal Enfield-এর ফ্ল্যাগশিপ মডেল Continental GT 650। আগে GT 535-র মুকুটে এই শিরোপা ছিল। যদিও সেই মোটরসাইকেল বিক্রি বহুদিন আগেই বন্ধ করেছে RE। আপাতত নতুন ফ্ল্যাগশিপ মডেল তৈরির কাজ শুরু করেছে চেন্নাইয়ের সংস্থাটি।

ভারতে ক্যাফে রেসার সেগমেন্টের অন্যতম সেরা মোটরসাইকেল Continental GT 650। এই মুহূর্তে গটা বিশ্বে খুব বেশি কোম্পানি ক্যাফে রেসার মডেল নিয়ে আসছে না।

এই মোটরসাইকেলে রয়েছে ক্লিপ অন হ্যান্ডেলবার, বৃত্তাকার হ্যালোজেন হেডল্যাম্প, সিঙ্গেল সিট, 12.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক ও স্পোকের চাকা।

Continental GT 650 মোটরসাইকেলের সঙ্গেই বহু অ্যাকসেসারি বিক্রি করে Royal Enfield। ট্যুরিং সিট, সাসপেনশন ফিনিশর, ইঞ্জিন গার্ড, ফ্লাই স্ক্রিন, রিজার্ভর ক্যাপ, অয়েল ফিল্টার ক্যাপবার এন্ড ফিনিশর, স্লাম্প গার্ড, ফর্ক গেইটার্স, ইনটেক কভার, বার এন্ড মিরর ও ট্যুরিং মিররের মতো অ্যাকসেসারিজগুলি বিক্রি করে Royal Enfield। এছাড়াও এই মোটরসাইকেলের জন্য পাওয়া যায় কোম্পানির তৈরি সফট প্যানিয়ার রেইল, ওয়াটার রেসিস্ট্যান্ট কভার ও ব্ল্যাক সফট প্যানিয়ার।

Royal Enfield Continental GT 650 -তে রয়েছে একটি 648 cc ফুয়েল ইনজেকটেড 4 স্ট্রোক প্যারালাল টুইন, এয়ার কুলড ইঞ্জিন।

এই ইঞ্জিনে 7,150 rpm -এ সর্বোচ্চ 47 bhp শক্তি ও 5,250 rpm -এ সর্বোচ্চ 52 Nm টর্ক পাওয়া যাবে। সঙ্গে রয়েছে 6 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স ও স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ।

দুর্দান্ত আওয়াজের জন্য এই মোটরসাইকেলে 270 ডিগ্রি ক্র্যাঙ্ক ব্যবহার হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে সর্বোচ্চ টর্কের 80 শতাংশ 2,500 rpm এর নীচে পাওয়া যাবে। মসৃণ টর্ক ডেলিভারির জন্য জনপ্রিয় এই মোটরসাইকেলের ইঞ্জিন। সূত্র: এই সময়

বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের ‘মিনি মেসি’ (ভিডিও)