স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ফেভারিট বাংলাদেশ। তবে, চেনা প্রতিপক্ষের বিপক্ষে উইকেট বা একাদশ নিয়ে অতিরিক্ত মাথা না ঘামিয়ে নিজেদের স্কিলের ওপর বিশ্বাস রাখার পরামর্শ সাবেক অধিনায়ক এবং বিসিবি পরিচালক আকরাম খানের। তার মতে, মাঠের বাইরের আলোচনাকে দূরে সরিয়ে ক্রিকেট মাঠে মনোযোগী হলেই ভালো ফল আসবে।
নিউজিল্যান্ড রূপকথার পর দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ এখন অতীত। উড়তে থাকা দলটা মাটিতে নেমে এসেছে দ্রুতই। এমনকি ফিরে এসেছে তাদের চিরচেনা ট্র্যাকে। যেখানে, ৪ দিন ভালো করার পর, এক সেশনে ম্যাচটাকে তুলে দেওয়া হয় প্রতিপক্ষের হাতে।
তবে, চেনা প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ঘরের মাঠে তাদের আগেও করা হয়েছে নাস্তানাবুদ। এবার তাই টাইগারদেরকেই ফেভারিট মানছেন সবাই, যেখানে আছেন সাবেক অধিনায়ক আকরাম খানও। তবে, সে জন্য বাইরের অতিকথন থেকে দূরে থাকার পরামর্শ তার। অতিরিক্ত কথায় মন না দিয়ে খেলাটার দিকে মনোযোগ দিলেই আসবে সাফল্য এমনটাই মনে করেন তিনি।
এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম খান বলেন, ‘আমার কাছে যেটা মনে হয়েছে অল্পতেই আমরা অনেক খুশি হয়ে যাই। আবর অল্পতেই অনেক হতাশ হয়ে যাই। ক্রিকেটারদের পারফরম্যান্স আপ এণ্ড ডাউন হবে। কিন্তু দল হারলে আমরা বিশেষ কয়েকজনকে দোষারোপ করি। জিতলে আবার সবাইকে কৃতিত্ব দিয়ে থাকি। এই জিনিসটাকে বন্ধ করতে হবে। দেশের মাটিতে আমরা সবসময় ভালো। আশা করি, শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ভালো করব।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সিরিজ মানেই, উইকেট এবং একাদশ নিয়ে নানামুখী আলোচনা। যেখানে ইদানিং যুক্ত হয়েছে টস ফ্যাক্টরটাও। কিন্তু চেনা শত্রুদের বিপক্ষে এসব নিয়ে ভাবতে নারাজ সাবেক কাপ্তান। তার মতে, দিনের পর দিন যে ব্যবস্থায় খেলা হয় বাংলাদেশে, তার ধারাবাহিকতা থাকলেই সম্ভব সিরিজ জয়।
তিনি বলেন, ‘ঘরের মাটিতে সবসময় অ্যাডভান্টেজ পাওয়া যায়। তবে ম্যাচ জিততে হলে খেলার দিন ব্যাট, বল, ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে হবে। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিততে হলে। তবে আমরা যদি একাদশ নিয়ে, টস নিয়ে, আগে বা পরে ব্যাট নিয়ে চিন্তামগ্ন থাকি তাহলে ভালো করতে পারব না।’
পেসার বা স্পিনার দু’পাশেই ইনজুরি হানা দিয়েছে টাইগার স্কোয়াডে। এ অবস্থায় একাদশ তৈরি করতে ভালোই বেগ পেতে হবে টিম ম্যানেজমেন্টকে। তবে, ওয়ার্কলোড বিবেচনা করে কাউকে বিশ্রাম দেয়ার প্রয়োজন হলে, সেটাকেই প্রাধান্য দেয়া উচিত বলে মনে করেন তিনি।
আকরাম এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘তাসকিন কিন্তু খুব ভালো অবস্থানে ছিল। সেখান থেকে সে ইনজুরিতে পড়েছে। আমার মনে হয় তাকে কিছু বিশ্রাম দেওয়া হলে, সে ফিরে শতভাগ সার্ভিস দিতে পারবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।