স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যার ফলে টেস্টে বাংলাদেশের ক্রিকেটারদের মান আবারো প্রশ্নের সম্মুখীন হয়েছে। তবে এর মধ্যেও ভালো খেলার পুরস্কার পেলেন জাতীয় দলের ক্রিকেটাররা।
গত এক বছরের মাঝে ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ ও দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। যার পুরস্কার হিসেবে ক্রিকেটারদের সাড়ে ৫ কোটি টাকা বোনাস দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত বছর টি-২০ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ও সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে টি-২০ সিরিজ জেতে বাংলাদেশ। এরপর এ বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা।
ঐ তিন সিরিজ বিজয়ের বোনাস হিসেবে বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের নগদ সাড়ে ৫ কোটি টাকার বোনাস দেওয়া হয়েছে। বোর্ডের সর্বোচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সালাহদের কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুললো রিয়াল মাদ্রিদ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।