বিনোদন ডেস্ক : ‘সিনেমা দেখার মাঝখানে আমার মা কান্না করতেছিল। আমার ছোট ভাই বলতেছিল মা কান্না করতেছ কেন? আমি একটা ভিডিও ক্লিপসও মায়ের কান্না ধরে রাখা যাচ্ছিল না।’
শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ চলচ্চিত্র দেখার পর এক প্রতিক্রিয়ায় এমনটাই বলছিলেন এক তরুণ। বৃহস্পতিবার ঈদের দিন ওই তরুণ, বোন, ভাই ও মাকে নিয়ে সিনেমাটি দেখতে মধুমিতা সিনেমা হলে এসেছিলেন।
সিনেমা শেষ করে বের হয়েছেন। তখন তার মায়ের চোখে সিনেমার রেশ হয়ে গেছে মনে হচ্ছিল।
এরপর ওই মা বলতে শুরু করেন, ‘এই সিনগুলোর মধ্যে শাকিব খানের কষ্ট দেখা যাচ্ছিল, আর সে যা করছিল কষ্টের কারণে করছিল। মেয়েটার জন্য খুব কষ্ট পাচ্ছিল। সে জন্য আমার খুব খারাপ লেগেছে।’
এই পরিবারের বড় মেয়ে অর্থাৎ ওই তরুণের বোন বলছিলেন, ‘আসলে আমার বড় ভাই, ওই আসলে সব সিনেমা দেখে সে-ই নিয়ে আসে।’ তরুণ বলছিলেন, ‘এই সিনেমার যে গল্প, গল্পের মধ্যে ইমোশন; দর্শককে ধরে রাখার যে বিষয় সেটা খুব ভালোভাবে করেছেন পরিচালক হিমেল আশরাফ। যার ফলে ছবিটা মানুষকে স্পর্শ করছে।আমার মাও কেঁদে ফেলেছেন।’
পবিত্র ইদুল আজহায় দেশের সিনেমা হলগুলোয় মুক্তি পেল পাঁচ সিনেমা। এই সিনেমাগুলোর মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে শাকিব খানের ‘প্রিয়তমা’। কেননা শাকিব অভিনীত সিনেমা সিংহভাগ হল দখল করে রেখেছে। এর পরে আলোচনার কেন্দ্রে রয়েছেন মাহফুজ ও নিরব।
মাহফুজ অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমা আলোচনায় এসেছে দুটি কারণে―একদিকে বুবলী অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, অন্যদিকে নিরবের সঙ্গে বুবলী স্ক্রিন শেয়ার করেছেন।
আর নিরবের সিনেমা ট্রেন্ডিং নামের। এই সিনেমা নিরবের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা হতে পারে। এ জন্য অপেক্ষা করতে হবে মুক্তি পাওয়া সিনেমা ক্যাসিনো কেমন প্রতিক্রিয়া তৈরি করতে পারে।
আলোচিত অভিনেতা সাইমন সাদিকের ‘লাল শাড়ি’ও মুক্তি পাচ্ছে। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অপু বিশ্বাস।
এ ছাড়াও ছোট পর্দার অভিনেতা আফরান নিশোর অভিষিক্ত সিনেমা এবার সিনেমা হলে মুক্তি পেয়েছে।
তবে সব কিছু ছাপিয়ে তুমুল আলোচনার কেন্দ্রে রয়েছে ঈদের বহুল আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। এটি মুক্তি পেয়েছে দেশের ১০৭টি হলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।