স্পোর্টস ডেস্ক : ইউটিউবে চ্যানেলে মাত্র ২২ মিনিটের মধ্যে ১ লাখ সাবস্ক্রাইবার। সংখ্যাটা ১০ লাখে (১ মিলিয়ন) পৌঁছল মাত্র ৯০ মিনিটে। ১ কোটিতে (১০ মিলিয়ন) পৌঁছতে সময় লাগলো ১২ ঘন্টারও কম (১১ ঘন্টা ৩১ মিনিট)। অর্থাৎ চ্যানেল শুরুর পর ৯০ মিনিটে অর্জন ইউটিউবের ‘গোল্ড প্লে বাটন’, আর ১২ ঘন্টার মধ্যে ‘ডায়মন্ড প্লে বাটন’।
এখানেই শেষ নয়! চ্যানেলটিতে ২ কোটি (২০ মিলিয়ন) সাবস্ক্রাইবার হতে সময় লেগেছে ২৪ ঘন্টা। এরপর ৩ কোটি (৩০ মিলিয়ন) ছাড়িয়ে গেছে ৪৮ ঘন্টার মধ্যেই। এই প্রতিটি রেকর্ড যে ইউটিউব চ্যানেলটির অধীনে তার মালিককে রেকর্ডের বরপুত্র বললে একেবারেই অত্যুক্তি হবে না! ভদ্রলোকের নাম ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল বিশ্বে ‘সিআর৭’ (সিআর সেভেন) নামে যিনি অধিক পরিচিত।
ইউটিউবে ক্রিস্টিয়ানো রোনালদো
ফেসবুক, ইন্সটাগ্রাম ও এক্স এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অনেক আগে থেকেই যুক্ত আছেন রোনালদো। তবে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে রোনালদো যোগ দিয়েছেন গত ৮ জুলাই। তাঁর চ্যানেলের নাম ‘ইউআর ডট ক্রিশ্চিয়ানো’ (UR · Cristian)- যেখানে তিনি প্রথম ভিডিও আপলোড করেন গত বুধবার (২১ আগস্ট)। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) চ্যানেলটিতে ১৯টি ভিডিও (যার মধ্যে রিলস ৭টি) আপলোড করা হয়েছে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইবার আছে ৩৮.৯ মিলিয়ন বা ৩৮৯ কোটি।
মাঠ থেকে সোশ্যাল মিডিয়া, সাফল্য সবখানেই
বর্তমান প্রজন্মেরতো বটেই এমনকি সর্বকালের সেরা ফুটবলারদের তালিকাতেও যার নাম সহজেই স্থান করে নিবে তিনি রোনালদো। বর্তমানে খেলছেন সৌদি ক্লাব আল নাসেরের হয়ে। ক্লাব ফুটবলে এখন পর্যন্ত জিতেছেন ৩১টি টাইটেল- যার মধ্যে রয়েছে ইংলিশ, স্প্যানিশ ও ইটালিয়ান ক্লাব ফুটবলের সম্ভাব্য সব ট্রফিই। দেশের হয়ে বিশ্বকাপ জিতেতে না পারলেও জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) এবং উয়েফা নেশন্স লিগ। পেয়েছেন বর্ষসেরা ফুটবলারের খেতাব, তাও পাঁচ বার।
মাঠের জনপ্রিয়তাকে সোশ্যাল মিডিয়াতেও সাফল্যের সাথেই রুপান্তর করতে পেরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তাঁর অনুসারীর (ফলোয়ার) সংখ্যা ৯০ কোটিরও বেশি (৯০০ মিলিয়ন) এবং সংখ্যাটাও প্রতিনিয়তই বাড়ছে।
রোনালদোর ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ার আছে ১৭ কোটি (১৭০ মিলিয়ন), ইন্সটাগ্রামে ৬৩ কোটি ৬০ লাখ (৬৩৬ মিলিয়ন) এবং এক্স-এ (পূর্বের টুইটার) তাকে ফলো করেন ১১ কোটি ২০ লাখেরও বেশি (১১২.৬ মিলিয়ন) মানুষ।
ইউটিউবে কোথায় থামবেন ক্রিস্টিয়ানো রোনালদো
ইউটিউবে সবচেয়ে বেশি ৩১ কোটি ১০ লাখ (৩১১ মিলিয়ন) সাবস্ক্রাইবার আছে ‘মিস্টারবিস্ট’ (MrBeast) চ্যানেলটিতে। দ্বিতীয় স্থানে রয়েছে জনপ্রিয় মিউজিক লেবেল টি-সিরিজ (২৭ কোটি ২০ লাখ বা ২৭২ মিলিয়ন)। রোনালদোর চ্যানেলে গত দু’দিন যেভাবে সাবস্ক্রাইবার সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাতে করে চলতি বছরেই সবচেয়ে বেশি সাবস্ক্রাইবারের রেকর্ডটি তাঁর দখলে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, ইতোমধ্যেই ‘মিস্টারবিস্ট’-এর দুটো রেকর্ড নিজের করে নিয়েছেন রোনালদো। ইউটিউবে সবচেয়ে দ্রুততম সময়ে ১ কোটি ও ২ কোটি সাবস্ক্রাইবার অর্জনের রেকর্ড এতোদিন ছিলো ‘মিস্টারবিস্ট’-এর ১ কোটিতে পৌঁছতে সময় লেগেছে ১৩২ দিন, আর ২ কোটির জন্য সময় লেগেছে ২ বছরেরও বেশি। আর এই দুটি রেকর্ড ভাঙ্গতে রোনালদোর চ্যানেল সময় নিয়েছে যথাক্রমে ১২ ঘন্টা ও ২৪ ঘন্টা।
রোনালদোর চ্যানেলে এতো দ্রুত সাবস্ক্রাইবার বৃদ্ধির পেছনে মূল কারণ দুটি। প্রথমত রোনালদো নিজেই হোস্ট করছেন ভিডিওগুলো যেখানে ফুটবল নিয়ে আলোচনার পাশাপাশি জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজকে সাথে নিয়ে কথা বলেছেন নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়েও। কয়েকটি ভিডিওতে ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকেও দেখা গেছে। দ্বিতীয় কারণ হচ্ছে, ইন্সটাগ্রামের মতো নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে রোনালদো তাঁর ইউটিউব চ্যানেলটির প্রচার করছেন।
এখন দেখার বিষয়, ইউটিউবের মাঠে ‘মিস্টারবিস্ট’-কে ছুঁতে কত সময় নেন সিআরসেভেন-খ্যাত এই পর্তুগিজ তারকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।