বিনোদন ডেস্ক : সাবমেরিন টাইটান নিখোঁজ, ধ্বংসের খবর তখনও মেলেনি – এমন সময়ে সবাই যখন তাদের জন্য প্রার্থনা করছেন, তখনই নেটফ্লিক্স একটি ফ্রিডাইভিং ডকুমেন্টারির ট্রেলার প্রকাশ করে সমালোচিত হয়। এখন টাইটানের সব আরোহীর সলিল সমাধির খবরে যখন শোকে আচ্ছন্ন গোটা বিশ্ব, তখনই আরেক বিতর্কের জন্ম দিয়ে বসলো নেটফ্লিক্স।
‘টাইটানিক’ সিনেমাটির রি-রিলিজ দেয়ার ঘোষণা দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের রোশানলে পড়তে হয়েছে এই ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটিকে।
গত কয়েকদিন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হারিয়ে যাওয়া ডুবোযান টাইটান। ১৮ জুন ওশানগেটের সাবমারসিবল ডুবোযান টাইটান পাঁচ আরোহী নিয়ে কানাডা উপকূলীয় আটলান্টিক মহাসাগরের তলদেশে যায়। এর ঠিক পৌনে দুই ঘণ্টার মাথায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনেক খোঁজ করে মিলেছে তার ধ্বংসাবশেষ। আরোহীদের কেউ বেঁচে নেই বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিকে পুঁজি করে নেটফ্লিক্স ‘টাইটানিক’ রি-রিলিজ করছে, এমনটাই মনে করছেন সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা।
১ জুলাই যুক্তরাষ্ট্র এবং কানাডায় ‘টাইটানিক’ সিনেমাটি রি-রিলিজ দেবে নেটফ্লিক্স। এই খবরে নেটিজেনরা ক্ষুব্ধ। এক ব্যক্তি টুইটারে লিখেছেন, ‘নেটফ্লিক্স সাবের ঘটনাটিকে পুঁজি করে ব্যবসা করছে।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘খারাপ সময়জ্ঞান।’ আরেকজন লিখেছেন, ‘ভয়ংকর।’
হলিউড রিপোর্টারের সূত্রে জানা গেছে, নেটফ্লিক্স কর্তৃপক্ষের দাবী টাইটান হারিয়ে যাওয়ার আগেই ‘টাইটানিক’ মুক্তির পরিকল্পনা করেছিলেন তারা। জুনের ৮ তারিখ এই তালিকা প্রথম প্রকাশ করা হয়েছে যা পরে ২১ জুন আপডেট করা হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।