জুমবাংলা ডেস্ক : বাগেরহাট খানজাহান আলী (রহ:) এর মাজার সংলগ্ন দীঘিতে অযু করার সময় কুমিরের আক্রমণে সেখাম আলী (৮৪) নামের এক দর্শনার্থী আহত হয়েছেন। রবিবার বিকালে মাজার সংলগ্ন দীঘির ঘাটে কুমিরের আক্রমণের শিকার হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।
আহত সেখাম আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট উপজেলার বাসিন্দা।
ঘটনার প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, বিকালে দীঘির ঘাটে অজু করতে নামেন সেখাম আলী। হঠাৎ করে মাজার ঘাটে কুমির দেখে দীঘিতে ঝাঁপ দেন তিনি। সঙ্গে সঙ্গে সেখামকে কামড়ে ধরে কুমির। তখন ঘাটে থাকা অন্যরা তাকে টেনে উপরে তোলেন। কুমিরের কামড়ে তার দুই পায়ে ক্ষত হয়ে যায়।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের বিভাগীয় প্রধান ডা. ফারুকুজ্জামান বলেন, কুমিরের আক্রমণে আহত সেখাম আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত। তবে সুস্থ হতে সময় লাগবে।
দীঘিতে গোসল ও ওজু করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মাজারের প্রধান খাদেম ফকির শের আলী। তিনি বলেন, মাজারের দীঘিতে দীর্ঘদিন ধরে কুমির রয়েছে। তবে সাধারণত কুমির মানুষকে আক্রমণ করে না। তবে মাঝে আক্রমণ করে। এজন্য অজু ও গোসল করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। এছাড়া যারা শুধু অজু করবে তাদেরকে মাজার সংলগ্ন মসজিদের যাওয়ার অনুরোধ করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।