জুমবাংলা ডেস্ক : বাহ, কি সুন্দর! ওহ, দারুণ তো! এমন সব আলোচনা এক মুখ থেকে আরেক মুখ। আলোচনা মরিচ দিয়ে বানানো জাতীয় পতাকা ও বিভিন্ন শস্য দানা দিয়ে তৈরি বাংলাদেশের মানচিত্র নিয়ে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে বিজয় মেলার কৃষি অফিসের স্টলে চোখে পড়ে এমন পতাকা ও মানচিত্র। যা দেখতে ভিড় জমাচ্ছেন মেলায় আগতরা। উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি। মেলায় মোট ২০টি স্টল বসেছে। এর মধ্যে কৃষি অফিসের স্টল সবার দৃষ্টি কাড়ে।
স্টল দেখে আসা আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া বলেন, ‘এটি একটি ব্যতিক্রম আয়োজন। এর মধ্য দিয়ে শস্য শ্যামলা দেশকে ভিন্নভাবে চেনা যায়।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘কাঁচা মরিচ দিয়ে পতাকার সবুজ অংশ ও শুকনো মরিচ দিয়ে পতাকার লাল অংশ আঁকা হয়েছে। মানচিত্র করা হয়েছে, দান, গম, সরিসা, ভুট্টা ইত্যাদি শস্য দিয়ে। যে বিভাগে সে শস্য বিখ্যাত সেই বিভাগকে ওই শস্য দিয়ে চিহ্নিত করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, ‘বিজয় মেলা মানে আনন্দ। আমরা চেষ্টা করেছি ফসলের মাধ্যমে দেশকে চেনানোর বিষয়টি। এছাড়া এর মাধ্যমে বিজয়ের তাৎপর্যও তুলে ধরা হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।