বিনোদন ডেস্ক : আর্থিক কেলেঙ্কারিতে নাম জাড়িয়েছে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহানের।
প্রতারণার অভিযোগে এ মুহূর্তের বিতর্কের কেন্দ্রবিন্দুতে নুসরাত। তার বিরুদ্ধে প্রথমে মুখ খুলেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। পরে রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই অভিযোগকে সমর্থন করেন।
ফ্ল্যাট তৈরির নামে সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের মাধ্যমে যে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে, সে সংস্থার একসময় ডিরেক্টর পদে ছিলেন নুসরাত।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নুসরাত বিরুদ্ধে অভিযোগ, প্রতারণার টাকায় নুসরাত নিজে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। যদিও সম্প্রতি সাংবাদিক সম্মেলনে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে নুসরাত জানান, তিনি ওই সংস্থার থেকে ঋণ নিয়েছিলেন, যা তিনি পরে পরিশোধও করে দেন।
এদিকে আবার নুসরাতের এই দাবি অস্বীকার করেছেন সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিংয়ের। তিনি সাফ জানিয়েছেন, সংস্থার তরফে নুসরাতকে কোনো ঋণ দেয়া হয়নি।
এদিকে নুসরাতের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার অভিযোগের মধ্যে অবশেষে মুখ খুললেন তার স্বামী যশ দাশগুপ্ত।
বাংলাদেশে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মার্কিন কোম্পানি ‘এক্সন মবিল’ তেল-গ্যাস অনুসন্ধানে
যশ বলেন, ‘নুসরাত জাহানের বিরুদ্ধে ফ্ল্যাট দেয়ার নামে যে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন।’
নুসরাতকে ইডি ডাকতে পারে এমন কথায় যশ বলেন, ‘ইডি ডাকবে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।