এলন মাস্কের টেসলা সাইবারট্রাক কিনতে ভিড়, ১৯ লাখ বুকিং জমা পড়েছে

টেসলা সাইবারট্রাক

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মাইলেজ নামী দামি গাড়ির থেকেও বেশি। চেহারা যেন আস্ত দানব। লোহার মোড়া এই বৈদ্যুতিক ট্রাকের জন্য কার্যত লাইন লাগলেন ক্রেতারা, ভাবছেন কী এমন ট্রাক? আসলে সম্প্রতি একটি বিশেষ চার চাকা এনেছে এলন মাস্কের টেসলা। নাম দেওয়া হয়েছে টেসলা সাইবারট্রাক।

টেসলা সাইবারট্রাক

প্রথম ২০১৯ সালে এই গাড়ির একটি প্রোটোটাইপ সামনে আনে টেসলা। কিন্তু গাড়ির উত্পাদন শুরু করতে বা আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করতে লেগে যায় ৪ বছর। এদিন সংস্থা জানিয়েছে, এই গাড়ি সম্পূর্ণ প্রস্তুত। মার্কিন মুলুকে এই খবর ছড়াতেই কার্যত হইচই মেতে গিয়েছে।

টেসলার বৈদ্যুতিক গাড়ির মতোই চাহিদা তৈরি করেছে টেসলা সাইবারট্রাক। ২০১৯ সালে সামনে আসার পর ১৯ লাখের বেশি মানুষ বুকিং জমা পড়েছে এই চার চাকার জন্য। অবস্থা এমন যে সংস্থা সাইবারট্রাকের ওয়েটিং পিরিয়ড ছুঁয়েছে 5 বছর। এই ট্রাক কিনতে চাইলে ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে গ্রাহকদের জন্য।

টেসলা সাইবারট্রাকের রেঞ্জ কত?

এই ট্রাকে ৩টি মোটর বিকল্প রাখা হয়েছে – সিঙ্গেল, ডুয়াল এবং ট্রাই মোটর প্যাক, সিঙ্গেল মোটর প্যাকে রয়েছে রিয়ার হুইল ড্রাইভ যা ফুল চার্জে ৪০২ কিমি পর্যন্ত রেঞ্জ দিতে পারে। মাত্র ৬.৫ সেকেন্ডে ৯৫ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে।

ডুয়াল মোটর প্যাকের সর্বোচ্চ রেঞ্জ ৪৮২ কিলোমিটার। আর যে অল হুইল ড্রাইভ ভেরিয়েন্ট রয়েছে যা ট্রিপল মোটর প্যাক সহ আসে তাতে ফুল চার্জে রেঞ্জ ৮০৪ কিলোমিটার।

জানা গিয়েছে, ২০২৪ সাল থেকে এই ট্রাকের উত্পাদন শুরু করবে টেসলা। প্রতি বছর এই ট্রাকের ২.৭৫ লাখ ইউনিট উত্পাদন করতে সক্ষম। জানলে অবাক হবেন, বুকিংয়ের জন্য টোকেন মূল্য ১০০ ডলার থাকা সত্ত্বেও অনেকেই এই ট্রাক বুক করতে পারেননি।

মার্কিন যুক্তরাষ্ট্র তথা আন্তর্জাতিক বাজারে এই ট্রাকের মূল প্রতিদ্বন্দ্বী রয়েছে Ford F150 লাইটনিং। এই গাড়ি সহ অন্যান্য বৈদ্যুতিক ট্রাক-কে চ্যালেঞ্জ জানাবে টেসলা সাইবারট্রাক। আশ্চর্যের বিষয় হল, এই গাড়িটি ৬,৩৫০ কেজি ওজন টানতে পারে।

সাক্ষী দিতে আনা হয়েছিল আদালতে, ভিড়ের সুযোগ নিয়ে পালাল বাঁদরছানা

ট্রাকের ভিতর রয়েছে টিভি সমান ১৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম যেখানে গাড়ির একাধিক তথ্য যাচাই করা যাবে। সুরক্ষার জন্য গাড়িতে মজুত ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম এবং এয়ার সাসপেনশন। গাড়ির পুরো বডি তৈরি হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে। সুতরাং এই চার চাকা চালকদের যে মজবুত ড্রাইভিং অভিজ্ঞতা প্রদান করবে তা বলার অপেক্ষা রাখে না।