ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ‘বাইবিট’ থেকে ১.৫ বিলিয়ন ডলার চুরি !

১.৫ বিলিয়ন ডলার চুরি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইবিট বড় ধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে অভিযোগ করেছে কোম্পানিটি। এই হ্যাকিংয়ের মাধ্যমে হ্যাকাররা প্রায় দেড় বিলিয়ন ডলারের ডিজিটাল মুদ্রা চুরি করেছে। এটি অনলাইন চুরির ইতিহাসে অন্যতম বড় ঘটনা বলে অনুমান করা হচ্ছে।

১.৫ বিলিয়ন ডলার চুরি

দুবাইভিত্তিক এ কোম্পানিটি ব্যবহারকারীদের বলেছে, তাদের ক্রিপ্টোকারেন্সি ‘নিরাপদ’ রয়েছে এবং এ হ্যাকিংয়ে ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেবে তারা।

বাইবিট বলেছে, কোম্পানিটির ডিজিটাল ‘ইথেরিয়াম ওয়ালেট’ থেকে এ অর্থ চুরি করেছে হ্যাকাররা। বিটকয়েনের পরে মূল্যের দিক থেকে দ্বিতীয় বড় ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়াম বা ইথার।

কোম্পানিটির প্রতিষ্ঠাতা বেন ঝৌ বলেছেন, এ অর্থ কোম্পানিটির মাধ্যমে বা পার্টনারদের কাছ থেকে ঋণ নিয়ে মেটানো যেতে পারে। বাইবিটের মোট সম্পদের পরিমাণ দুই হাজার কোটি ডলার।

তিনি আরও বলেন, ‘দয়া করে নিশ্চিত থাকুন যে অন্যান্য সকল কোল্ড ওয়ালেট নিরাপদ। সকল উত্তোলন স্বাভাবিক চলছে।’ বাইবিট জানিয়েছে, হ্যাকাররা বিভিন্ন নিরাপত্তা ফিচারকে কাজে লাগিয়ে ওই অর্থ কোনো অজ্ঞাত ঠিকানায় স্থানান্তর করেছে, যা চিহ্নিত করা কঠিন হবে।

এ ঘটনার পর শুক্রবার ইথেরিয়ামের মূল্য কমেছে প্রায় চার শতাংশ। ফলে প্রতি কয়েনের মূল্য দুই হাজার ছয়শ ৪১ ডলারে নেমে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এর আগে, গত ডিসেম্বরে জাপানের একটি ক্রিপ্টো ফার্ম থেকে ৩০৮ মিলিয়ন ডলার চুরির ঘটনার জন্যও উত্তর কোরিয়ার হ্যাকারদের দায়ী করেছে এফবিআই, আমেরিকার প্রতিরক্ষা বিভাগ ও জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সি।

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের পরেরদিনেই সাকিবের নাম প্রত্যাহারের আবেদন

এর আগে, ২০২২ সালে ‘রনিন নেটওয়ার্ক’ থেকে ৬২ কোটি ডলার মূল্যের ‘ইথেরিয়াম’ ও ‘ইউএসডি’ কয়েন চুরির ঘটনা ছিল ক্রিপ্টোকারেন্সি চুরির অন্যতম বড় ঘটনা। তবে ওই রেকর্ডকে ছাড়িয়ে গেছে বর্তমানে বাইবিটের এই অর্থ চুরির ঘটনা।

সূত্র : দ্য ইকোনমিক টাইমস