জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র ঢাকা এর সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, চুনতি এলাকায় বিপরীতমুখী বাস- মিনিবাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর ফ্রি ফায়ার সার্ভিসে এবং পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থল থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখনো নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।